ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৮

প্রকাশিত: ০৯:২৬, ১ জুলাই ২০১৭

নাটোরে আওয়ামী  লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৮

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩০ জুন ॥ নলডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে রামশা কাজিপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফিরোজের সঙ্গে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের বিরোধ চলে আসছে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ফিরোজ সমর্থক শাহাজাহান আলীকে বাজারে একা পেয়ে আসাদের লোকজন তাকে পিটিয়ে আহত করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষের জন্য প্রস্তুতি নেয়। পরে রাতে ফিরোজ সমর্থকরা আসাদ সমর্থকদের ওপর হামলা করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং এলাকায় তল্লাশি চালায়। আহতদের মধ্যে তিনজনকে নাটোর সদর হাসপাতালে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর পুলিশ রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে আসাদুজ্জামান আসাদসহ ১২ জনকে আটক করে। তানোরে র‌্যাবের ভয়ে পুকুরে পড়ে মাদক বিক্রেতার মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে র‌্যাবের অভিযানের ভয়ে পালানোর সময় পুকুরে পড়ে ডুবে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। এ সময় ৮ কেজি গাঁজাসহ আরেক মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব। শুক্রবার ভোরে উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় র‌্যাবের টহলের সময় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত মাদক বিক্রেতার নাম সায়েম উদ্দিন (৩০)। সে পবা উপজেলার দারুশা এলাকার মৃত আকবর আলী ছেলে। আর আটক মাদক বিক্রেতার নাম সেলিম রেজা। সে একই এলাকার মৃত আতাহার আলীর ছেলে। র‌্যাব সূত্র জানায়, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে র‌্যাবের একটি দল উপজেলার চান্দুডিয়া ইউনিয়ন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নওপাড়া এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে থামার সঙ্কেত দেয়া হয়। তবে তারা না থেমে মোটরসাইকেল ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে মাঠের ক্ষেত থেকে সেলিম রেজাকে আটক করা হয়। আর সায়েমকে পাওয়া যায় পুকুরের পানিতে। তাকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ওড়নায় নবদম্পতির আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩০ জুন ॥ জেলার কালীগঞ্জে একই ওড়নায় পেঁচিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। নিহতরা হলেন আব্দুল জলিল (২৩) ও নিলুফা ইয়াসমিন (১৮)। দুই মাস আগে এরা বিয়ে করেন। বিয়ের পর হতে দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে সম্পর্কের অবনতি ঘটে। ঈদের দিন এই নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে বচসা হয়। কারণ স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যেতে পারেনি।
×