ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় চেয়ারম্যান বনাম মেম্বারের গোলযোগ ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৫, ১ জুলাই ২০১৭

ভোলায় চেয়ারম্যান বনাম মেম্বারের গোলযোগ ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ জুন ॥ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে চেয়ারমান ও মেম্বার গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ২ দিন ধরে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচী অব্যাহত। চেয়ারম্যান গ্রুপের কর্মসূচীর পর এবার জেলেদের চাল আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও ইউএনওর ওপর হামলার প্রতিবাদে চেয়ারম্যান মোশারেফ হোসেনের বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মেম্বার গ্রুপ। বেলা ১১টা থেকে দৌলতখান উপজেলার সেলিম চত্বরে চরপাতা ইউনিয়নের কয়েক হাজার মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ সমাবেশে চেয়ারম্যানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন ইউপি মেম্বাররা। মেম্বাররা অভিযোগ করেন, ঈদের দুইদিন আগে চেয়ারম্যান মোশাররফ জেলেদের ভিজিএফএর ১২৮ টন চাল জেলেদের না দিয়ে তার বহিরাগত পালিত লোকদের মাধ্যমে লুট করার সময় ইউএনও বাধা দেন। ওইসময় চেয়ারম্যান মোশাররফ ইউএনওকে লাঞ্ছিত করেন। একই সময় চেয়ারম্যানের বহিরাগত লোকজন হামলা চালায়। পুলিশ চেয়ারম্যানকে আটক করে। চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, মেম্বার ফুরমুজুল হক, মেম্বার বিল্লাল হোসেন, সেলিম লিখিত অভিযোগ করেন, চেয়ারম্যান মোশাররফ ওই পরিষদের প্রায় ২০ লাখ টাকা আত্মসাত করেছেন। ১২ মেম্বারের মধ্যে ১১ জন তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ২২ জুন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। ওই আদেশ ইউএনও কামাল হোসেন তার হাতে দিলে তিনি ক্ষিপ্ত হন। এদিকে ইউএনও ও এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে।
×