ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে সরকারের উন্নয়ন কর্মসূচী সুফল বয়ে এনেছে, কমেছে ভিক্ষাবৃত্তি

প্রকাশিত: ০৬:৩১, ১ জুলাই ২০১৭

বাউফলে সরকারের উন্নয়ন কর্মসূচী সুফল বয়ে এনেছে, কমেছে ভিক্ষাবৃত্তি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ জুন ॥ পটুয়াখালীর বাউফলে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন কর্মসূচী অর্ধ লাখ মানুষের জীবনে সুফল বয়ে এনেছে। এগুলোর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা বা স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও পোষ্যদের আত্মকর্মসংস্থান, এসিড ˜গ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ ক্ষুদ্রঋণ কর্মসূচী, ভিজিডি ও ভিজিএফ কর্মসূচী । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ হাজার ৮শ’৬৩ বৃদ্ধÑবৃদ্ধাকে (যাদের বয়স ষাটের উর্ধে ) মাথা পিছু ৩শ’ টাকা করে বয়স্ক ভাতা, ৩ হাজার ৪শ’৩৪ বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের মাথা পিছু মাসিক ৩শ’ টাকা করে দুস্থ ভাতা, ৩শ’৩৬ মুক্তিযোদ্ধাকে মাসিক ২ হাজার টাকা করে মুক্তিযোদ্ধা ভাতা, ৭শ’ ৪১ অসচ্ছল প্রতিবন্ধীকে মাসিক ৩শ’ টাকা করে প্রতিবন্ধী ভাতা, ৪৯ প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৩শ’, ৪শ’ ৫০ ও ৬শ’ টাকা করে উপবৃত্তি ভাতা প্রদান করা হচ্ছে। সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচীর আওতায়. এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ১শ’ ৮৫ জনকে ১৪ লাখ ৬২ হাজার ৩৭ টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে । দর্জি ও হাঁস-মুরগি লালনÑপালনে ৩ হাজার ৪শ’ দুস্থ মহিলাকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের জন্য ৩৭ লাখ ৯৩ হাজার ১৭ টাকা ঋণ দেয়া হয়েছে । সরকারের ১০ টাকা কেজির চাল বিতরণ ও ভিজিডির আওতায় উপজেলার ১৫ ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৪০ দুস্থ মহিলার প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও ৮শ’ ৬৮ দুস্থ নারী গর্ভকালীন সময় মাতৃত্বভাতা প্রদান করা হচ্ছে । মহিলা অধিদফতরের ঘূর্ণায়মান তহবিল থেকে ১শ’ ৫১ দরিদ্র মহিলাকে বিভিন্ন ট্রেডের ওপর প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রত্যেককে সর্বনি¤œ ৫হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা করে ১৫ লাখ ৪৪ হাজার টাকা বিনা সুদে ঋণ দেয়া হয়েছে। অবৈতনিক প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি চালু করায় বাউফল উপজেলায় ২০ হাজার দুস্থ ছাত্র এই সুবিধা ভোগ করছেন।
×