ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনাসের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৬:২২, ১ জুলাই ২০১৭

ভেনাসের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ বেপরোয়া গাড়ি চালিয়ে বিপাকে পড়েছেন আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। ফ্লোরিডায় তার গাড়িতে আঘাত লাগার পর মারা গেছেন ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ। এ নিয়ে সাতটি গ্র্যান্ডসøাম জয়ী ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দুইদিন পর থেকেই শুরু হতে যাওয়া উইম্বলডনের আগে ভেনাস উইলিয়ামসের জন্য যা খুবই হতাশার। গত ৯ জুন উত্তর মিয়ামির ছোট শহর পাম বিচ গার্ডেন্সে এই দুর্ঘটনা ঘটিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে বসেন তিনি। সেই সংঘর্ষের ফলেই গুরুতর আহত হয়েছিলেন জেরোম বারসন নামের এক বৃদ্ধ। দুই সপ্তাহ পর মারাই গেছেন তিনি। ভুল পথে গাড়ি চালানোর জন্য এখন তদন্ত শুরু হয়েছে ভেনাসের বিরুদ্ধে। ভেনাস অবশ্য পুলিশকে জানিয়েছেন যে, তিনি অন্য গাড়িটি লক্ষ্য করেননি। আর নিজের গাড়িও খুব ধীরে চালাচ্ছিলেন। ভেনাসের আইনজীবীর দাবি, ভুল কিছু করেননি ভেনাস। ব্যাপারটা নিছকই দুর্ঘটনা। এক সাক্ষাতকারে ভেনাসের আইনজীবী বলেন, ‘ত্রাফিক আইন অমান্য করার কোন অভিযোগ আনা হয়নি ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা। ভেনাসও সেই বৃদ্ধের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।’ মার্কিন পুলিশ জানিয়েছে, ভেনাস ওই সময় মাতাল ছিলেন না। শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুইয়ের ঐতিহাসিক জয় স্পোর্টস রিপোর্টার ॥ সলোমন মির অসাধারণ ব্যাটিং করলেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন। আর তার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুইয়ে। অস্ট্রেলিয়া পারেনি, ভারত পারেনি, পারেনি দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট বিশ্ব কাঁপানো দল। শ্রীলঙ্কার মাটিতে ৩০০ ছাড়ানো লক্ষ্য তাড়া করতে নেমে হারটাই ছিল সব দলের নিয়তি। ইতিহাসের পাতা থেকে এই অক্ষমতা বড় বড় দলগুলো দূর করতে পারেনি যেখানে, সেখানে জিম্বাবুইয়ের মতো দল কি আর পারবে। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ৩১৬ রানের পর এমনটা মনে হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু হিসাবের খাতা উল্টিয়ে ইতিহাস নতুন করে লিখল জিম্বাবুয়ে। লঙ্কানদের ছুড়ে দেয়া লক্ষ্যটা ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ৬ উইকেটে। ৩২২ রান করে জিতে জিম্বাবুইয়ে। সলোমন মিরের সেঞ্চুরির সঙ্গে শন উইলিয়ামস ও সিকান্দার রাজার হাফসেঞ্চুরিতে মাত্র ৪ উইকেট হারিয়ে ঐতিহাসিক জয় পায় জিম্বাবুইয়ে। মিরের ১১২ রান সঠিক পথে রাখে জিম্বাবুইয়েকে, ৬৫ রানের ইনিংস খেলে উইলিয়ামস স্বপ্ন দেখান জয়ের, আর সিকান্দারের হার না মানা ৬৭ রানের ইনিংস অনন্য এক জয় এনে দেয় সফরকারীদের। স্বাগতিক শ্রীলঙ্কার মাটিতে এটা শুধু জিম্বাবুইয়ের প্রথম জয় বলে নয়, দ্বীপ দেশটিতে তারাই প্রথম দল হিসেবে ওয়ানডেতে ৩০০ ছাড়ানো লক্ষ্য পেরিয়ে গেল। বাদল রায়ের সার্জারি সম্পন্ন স্পোর্টস রিপোর্টার ॥ সিঙ্গাপুরে চিকিৎসারত তারকা ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়ের মাথার খুলির সফল পুনঃস্থাপন সার্জারি সম্পন্ন হয়েছে শুক্রবার। গত ৫ জুন ওয়ারীতে নিজ বাসায় রাতে বাদল আকস্মিকভাবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দেশে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদের চেষ্টাতে বাদল রায়ের উন্নত চিকিৎসার সকল দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জুন তাকে ইয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে গ্লিগেনেলস হাসপাতালে নেয়া হয়। ঐদিন তার ব্রেনের সফল সার্জারি করেন ডাক্তাররা। ব্রেনের ওপর থেকে তুলে ফেলা মাথার খুলিটি এতদিন বাদলের পেটের মধ্যে সার্জারি করে রেখেছিলেন ডাক্তাররা। মূলত খুলিটি জীবন্ত ও কার্যকর রাখার জন্যই যার খুলি তার পেটের মধ্যে রাখা হয়ে থাকে। বাদলের ব্রেনের দ্রুত উন্নতির ফলে শুক্রবার সিঙ্গাপুর সময় বিকেল ৫টায় ডাক্তাররা ব্রেনের ওপর তার মাথার খুলির সফল পুনঃস্থাপন সার্জারির কাজটি সম্পন্ন করেন।
×