ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে যুবাদের আবারও অনুশীলন শুরু

প্রকাশিত: ০৬:২১, ১ জুলাই ২০১৭

বিকেএসপিতে যুবাদের আবারও অনুশীলন  শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (‘ই’ গ্রুপ) অংশ নেবে বাংলাদেশ যুব ফুটবল দল। ফিলিস্তিনে এই আসর শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে। এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে জর্দান, তাজিকিস্তান এবং স্বাগতিক ফিলিস্তিন। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো খেলতে হবে যথাক্রমে ১৯, ২১ এবং ২৩ জুলাই। প্রতিপক্ষের বিরুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে নিজের নতুন শিষ্যদের সামর্থ্য যাচাই করতে লাল-সবুজ বাহিনী তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম প্রস্তুতি ম্যাচ ঢাকায়, ৭ জুলাই (সম্ভাব্য তারিখ) প্রতিপক্ষ ঢাকা আবাহনী লিমিটেড। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামী ১১ জুলাই, নেপালের ফুটবল একাডেমির টার্ফের মাঠে, প্রতিপক্ষ নেপাল অলিম্পিক দল (সম্ভাব্য প্রতিপক্ষ, ওই ম্যাচটি হবে ফিফা ফ্রেন্ডলি টায়ার টু-এর ম্যাচ)। সর্বশেষ প্রস্তুতি ম্যাচ আগামী ১৪ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিপক্ষ শ্রীলঙ্কা বিমানবাহিনী ফুটবল দল (সেখানকার লীগ চ্যাম্পিয়ন দল)। গত ২০ জুন থেকে সাভারের জিরানির বিকেএসপিতে ৩৬ ফুটবলারকে নিয়ে শুরু হয় বাংলাদেশ যুব দলের আবাসিক অনুশীলন ক্যাম্প। ২৫ জুলাই থেকে তিনদিনের ঈদের ছুটি শেষ হবার পর শুক্রবার থেকে আবারও শুরু হয়েছে অনুশীলন। এএফসির আসরে অংশ নিতে আগামী ১৭ জুলাই ক্যাম্প শেষ করে ফিলিস্তিনের উদ্দেশে ঢাকা ছাড়বে এ্যান্ড্রু অর্ড বাহিনী। প্রথমে দুবাই, তারপর সেখান থেকে জর্দান যাবে বাংলাদেশ দল। জর্দান থেকে প্রতিনিধিদল এসে ফিলিস্তিনে নিয়ে যাবে বাংলাদেশ যুব দলকে। এর আগে বাফুফে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে যোগাযোগ করে জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে। কিন্তু কেউই খেলতে রাজি হয়নি। ঈদের পর আবারও ক্যাম্প শুরু হলেও বিকেএসপিতে ফেরেননি দলের কোচ অর্ড। তিনি ছুটিতে আছেন থাইল্যান্ডে। আজই তার ক্যাম্পে যোগ দেয়ার কথা। ক্যাম্পে ফিরে পুরো দলটিকেই অনুশীলনে পাবেন। অসুস্থতা কাটিয়ে অবশেষে ক্যাম্পে ফিরেছেন হেমন্ত, জুয়েল রানা আর রুবেল মিয়া। শুরু থেকেই পুরো দলটাকে পাননি অর্ড। অসুস্থতা ও পারিবারিক কারণে ক্যাম্পে হাজির হতে পারেননি একাধিক ফুটবলার। বিশেষ করে এটাকিং মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ^াস, ফরোয়ার্ড রুবেল মিয়া ও জুয়েল রানাকে পাননি অস্ট্রেলিয়ান এ কোচ। অসুস্থতা আর ইনজুরির কারণে প্রথম থেকেই অনুশীলন ক্যাম্পে গরহাজির ছিলেন এই তিন ফুটবলার। এ বিষয়ে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘ঈদের ছুটি শেষে আজ (শুক্রবার) বেলা ১২টা থেকে শুরু হয়েছে ক্যাম্প। অসুস্থতা কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন তিন ফুটবলার। সকালে তারা রিপোর্ট করেছেন। ছুটি কাটিয়ে ফিরে এসে আগামীকাল (আজ) দলের দায়িত্ব নেবেন অর্ড।’ যদিও বাফুফে প্রথমে জানিয়েছিল ফুটবলাররা ঈদের ছুটি পাবেন তিনদিনের। সে মোতাবেক বুধবার থেকেই ক্যাম্প শুরু হবার কথা ছিল। তবে রূপু জানান, ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবারই। আর ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে আবার ক্যাম্প শুরু হয়েছে বিকেএসপিতে। একটি সূত্র থেকে জানা গেছে আগামী কয়েক দিনের মধ্যে দলের আরও কিছু ফুটবলারকে বাদ দেয়া হবে। আর সেই স্কোয়াড নিয়েই নেপাল যাওয়ার কথা দলের। সেখানে বাংলাদেশ দলের নিজেদের খরচেই যাওয়ার কথা জানা গেছে একটি সূত্রে। তবে সেখানকার স্থানীয় সুযোগ-সুবিধা দেবে নেপাল ফুটবল ফেডারেশন। আর লঙ্কান দলও ঢাকায় আসবে নিজেদের খরচে। তবে আবাহনীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি পিছিয়ে ১৫ জুলাইও হতে পারে। এএফসির এই বাছাই হচ্ছে বিভিন্ন দেশে। ১০টি গ্রুপে ৪০ দেশ লড়াই করছে। আগামী বছর চীনে হবে চূড়ান্ত পর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো চূড়ান্ত পর্বে উঠবে। সঙ্গে ৫টি সেরা রানার্সআপ দলও উঠবে।
×