ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেমিতেই মুখোমুখি নাদাল-মারে

উইম্বলডনের ড্র অনুযায়ী শেষ চারে নোভাক জোকোভিচকে পাচ্ছেন রজার ফেদেরার

প্রকাশিত: ০৬:২১, ১ জুলাই ২০১৭

উইম্বলডনের ড্র অনুযায়ী শেষ চারে নোভাক জোকোভিচকে  পাচ্ছেন রজার ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩রা জুলাই থেকে শুরু হচ্ছে উইম্বলডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর দুইদিন আগেই হয়ে গেল তার ড্র। আর ড্র অনুযায়ী সেমিফাইনালেই দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদালের মুখোমুখি হতে পারেন উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে। এছাড়া সবকিছু সঠিকভাবে এগুলে রেকর্ড অষ্টম শিরোপা জয়ের দৌড়ে থাকা রজার ফেদেরার শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সার্বিয়ার নোভাক জোকোভিচকে। পুরুষ এককে প্রথমবারের মতো শীর্ষ বাছাই হিসেবে খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় এ্যান্ডি মারে। গত সপ্তাহেই কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এমন হতাশার পর আসন্ন উইম্বলডনে শীর্ষ বাছাই হয়ে মাঠে নামার সুযোগ পাওয়াটা নিঃসন্দেহে তারজন্য একটি সুসংবাদ। গত আসরে ফাইনালে কানাডার মিলোস রাওনিককে হারিয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছিলেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবেন তিনি। দ্বিতীয় বাছাই হয়ে উইম্বলডনের কোর্টে নামবেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ২০১৪ ও ২০১৫ সালে শিরোপা জিতলেও গেল আসরের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। তাই এবারের আসর তারজন্য চ্যালেঞ্জের। শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন জোকোভিচ। আসন্ন আসরে তৃতীয় ও চতুর্থ বাছাই হয়েছেন যথাক্রমে সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন ফেদেরার। সম্প্রতি হল ওপেনের শিরোপা জয় করেছেন তিনি। তবে গেল চার বছর ধরে উইম্বলডনের শিরোপা স্বাদ নিতে পারছেন না ফেড এক্সপ্রেস। উইম্বলডনের শিরোপা জিততে না পারার আক্ষেপটা আরও বেশি নাদালের। সর্বশেষ ২০১০ সালে উইম্বলডনের শিরোপা ঘরে তুলেছিলেন তিনি। এদিকে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে দারুণ সময় পার করছেন নোভাক জোকোভিচ এবং গায়েল মনফিলফস। দারুণ জয়েই ইস্টবোর্ন টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটেন তারা। কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ মুখোমুখি হয়েছিলেন অবাছাই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইং-এর। শুরু থেকেই ইং-এর ওপর চাপ সৃষ্টি করে খেলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। প্রথম সেট ৬-২ গেমে জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন ইং। এতে উল্টো চাপে পড়ে যান ফেভারিট জোকোভিচ। তবে হাল ছাড়েননি তিনি। তাই দু’জনের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে জয়ের হাসি হানে জোকোভিচই। ৭-৬ (১১/৯) গেমে দ্বিতীয় সেট জিতে শেষ চারে নাম লেখান সার্বিয়ান তারকা। নোভাক জোকোভিচের মতো সরাসরি সেটে জয় পেয়েছেন মনফিলসও। অবাছাই অস্ট্রেলিয়ার বার্নাড টমিসের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো প্রথম সেট ৭-৬ (৭/৪) গেমে জিতেন মনফিলস। তবে দ্বিতীয় সেটে হেসেখেলে জিতেছেন তিনি। ৬-০ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন মনফিলস। কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটও। এই টুর্নামেন্টের শিরোপা যার হাতেই উঠবে নিঃসন্দেহে উইম্বলডনে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন তিনি।
×