ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেরেও গর্বিত হার্নান্দেজ

প্রকাশিত: ০৬:২০, ১ জুলাই ২০১৭

হেরেও গর্বিত হার্নান্দেজ

স্পোর্টস রিপোর্টার ॥ কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৪-১ গোলে হেরেছে মেক্সিকো। এই হারের পরও গর্ববোধ করছেন মেক্সিকোর স্ট্রাইকার জাভি হার্নান্দেজ। হারে দুঃখ আছে তার। তবে গর্বও আছে। ম্যাচশেষে বায়ার লেভারকুসেন স্ট্রাইকার জানিয়েছেন, ‘আমার দুঃখ হচ্ছে। মোহমুক্ত মনে হচ্ছে। কিন্তু আমার মাথা উঁচু থাকছে এবং দল, কোচিং স্টাফ ও ভক্তদের নিয়ে গর্বিত আমি।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা সবাই কষ্ট পেয়েছি। কেউ সেমিতে এভাবে হারতে চায় না। আমরা সত্যিই ফাইনালে যেতে চেয়েছিলাম। কিন্তু এটা ফুটবল। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা খেলেছি এবং বুঝতে পেরেছি যে আমরা কোথায় আছি। এটা মেক্সিকান ফুটবলের জন্য উপকারী হয়েছে।’ এ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। শুরুতেই দুই গোল খেয়ে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। রবিবার তারা মস্কোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলবে। কোচ হুয়ান কার্লোস ওসোরিও ম্যাচ শেষে বলেছিলেন, জার্মানির চেয়ে বেশি লক্ষ্যে শট নিয়ে ও বল দখলে এগিয়ে থেকেও এমন হার অগ্রহণযোগ্য। তার কথায় একমত হতে পারছেন না হার্নান্দেজ, ‘ফুটবল যদি ন্যায়পরায়ণতা সম্পর্কিত কিছু হয়, তাহলে সেটা ভিন্ন কথা। জার্মানির কৃতিত্বকে ছোট করা যাবে না কিংবা কোন অজুহাত দেয়ার উপায় নেই।’ ওসোরিওর অধীনে মেক্সিকোর জাতীয় দল এভাবে এগিয়ে যাবে বিশ্বাস হার্নান্দেজের। চার বছর আগে গ্রুপ থেকে বাদ পড়ার পর এবার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা ভাল অগ্রগতির লক্ষণ বলছেন তিনি, ‘আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছি, যেটা আমরা চার বছর আগে পারিনি। বলা যায় কোথাও উন্নতি হচ্ছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি, এটা রাত-দিনের ব্যাপার নয়।’ এ মুহূর্তে মেক্সিকোর সেরা ফুটবলার হচ্ছেন হার্নান্দেজ। মেক্সিকোর সর্বোচ্চ গোলদাতাও তিনি। কনফেডারেশন্স কাপে খেলতে নামার আগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। কনফেডারেশন্স কাপে খেলতে নামার আগে দেশের হয়ে ৯১ খেলায় ৪৭তম গোল করেন। ২৮ বছর বয়সী হার্নান্দেজ এখন খেলেন জার্মানির বেয়ার লিভারকুসেনে। এর আগে এ রেকর্ড ছিল জারেদ বরগেত্তির। তিনি গত মার্চে সবচেয়ে কম খেলায় মেক্সিকোর হয়ে ৪০ গোল করে বরগেত্তির রেকর্ড স্পর্শ করেছিলেন। মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসরিও বলেছিলেন, ‘হার্নান্দেজ হলো বিশ্বের অন্যতম সেরা ফিনিশার।’ হার্নান্দেজ ২০১০ সালে ম্যানচেস্টচার ইউনাইটেডে যোগ দিয়ে ১৫৬ খেলায় ৫৯ গোল করেন। ২০১৫ সালের আগস্টে তিনি জার্মান দলে যোগ দেন। কনফেডারেশন্স কাপে খেলতে নেমে আরও ১ গোল করে হার্নান্দেজ। দলের উন্নতিতে ভীষণ খুশি তিনি। গর্বিতও।
×