ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিশ্চিয়ানোকে রিয়াল মাদ্রিদেই দেখতে চান রোনাল্ডো

প্রকাশিত: ০৬:১৮, ১ জুলাই ২০১৭

ক্রিশ্চিয়ানোকে রিয়াল মাদ্রিদেই দেখতে চান রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার মেক্সিকোর বিপক্ষে পর্তুগালের ফিফা কনফেডারেশন কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হবে। কিন্তু ম্যাচটিতে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ যমজ সন্তানের বাবা হয়েছেন রোনাল্ডো। সন্তানদের কাছে থাকতেই তিনি রাজি। ভাল কাজ। সেই সঙ্গে আরেকটি ভাল সংবাদও শোনা গেছে। সেটি হচ্ছে রোনাল্ডো কোনভাবেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না। ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনাল্ডোও চান, ‘ক্রিশ্চিয়ানো রিয়াল মাদ্রিদেই থাকুক।’ বর্তমান বিশ্বফুটবলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। বিশেষ করে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল ছাড়ার গুঞ্জনে। তবে ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নিশ্চিত করেই বলে দিলেন রিয়ালেই থাকছেন সি আর সেভেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রায় নিশ্চিত করেই বলতে পারি যে, ক্রিশ্চিয়ানো মাদ্রিদেই থাকবে। কারণ যে খেলোয়াড় ক্লাবকে বছরে ৫০ গোল দিয়ে সহায়তা করে থাকে তার নিরাপত্তার বিষয়টিও উড়িয়ে দেয়া যায় না। বড় মাপের ফুটবলাররা সবসময়ই তাদের ভবিষ্যত নির্ধারণ করে থাকেন। কিন্তু রিয়ালে রোনাল্ডো কেন অস্বস্তিবোধ করছে তার কারণ আমার কাছে অজানা। তবে আমি মনে করি না বিশ্বে কোন দল রয়েছে আর সেই দলটি রোনাল্ডোকে রিয়ালের চেয়ে ভাল ব্যবহার করতে পারবে।’ ক্লাব ফুটবলে এই মুহূর্তে উড়ছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লীগের যুগে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুইবার ইউরোপ সেরার মুকুট পরেছে তারা। এর পেছনের নায়ক অবশ্য জিনেদিন জিদান। ব্রাজিলিয়ান রোনাল্ডো অবশ্য এই ফরাসী কিংবদন্তিকেও ভাসিয়েছেন প্রশংসায়। তিনি বলেন, ‘বিশ্বে যদি একজন ব্যক্তি থাকেন যিনি টানা দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের যোগ্য তিনি জিনেদিন জিদান।’ জিদান শুধু দুইবার চ্যাম্পিয়ন্স লীগই যে উপহার দিয়েছেন তা নয়, দীর্ঘ পাঁচ বছর পর রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগার শিরোপা জয়েরও স্বাদ এনে দিয়েছেন। রোনাল্ডো এ সময় জিদানের পাশাপাশি রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেও প্রশংসায় ভাসিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদেই থাকছেন এ নিয়ে কোন কথা বলছেন না ক্রিশ্চিয়ানো। নীরবতাতেই আছেন। নীরবতা ভাঙছেন না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে থাকছেন না বলে খবর বেরিয়েছে বেশ কিছুদিন আগেই। তার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় শাস্তির রায়ে তিনি নাকি ক্ষুব্ধ। খবরটি কতটুকু সত্যি তা অবশ্য জানা যায়নি এখনও। দলটির প্রেসিডেন্ট বলছেন রোনাল্ডো তাদের সঙ্গেই থাকবেন। আবার অনেকে বলছেন তাকে ছাড়াও রিয়াল মাদ্রিদ চলতে পারবে। এ নিয়ে ধোঁয়াশা থাকলেও পর্তুগালের এই তারকা খেলোয়াড় কোন দলে যাবেন তা নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। রিয়াল মাদ্রিদ সমর্থকরাও চিন্তিত। কারণ দলটির সাম্প্রতিক সাফল্যের নায়ক হলেন এই রোনাল্ডো। কিন্তু চারিদিকে যত গুঞ্জনই থাক না কেন সি আর সেভেন এ বিষয়ে নীরব। মুখে কুলুপ এঁটে বসে আছেন। তিনি বার্নাব্যুতে থাকবেন কি থাকবেন না তা পরিষ্কার করে বলছেন না। এরই মধ্যে শোনা যায় রোনাল্ডো ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন। ওই ক্লাবেই তার খ্যাতির শুরু। আর বর্তমানে ক্লাবটির কোচ তারই রিয়ালের সাবেক বস হোসে মরিনহো। আর তিনি রোনালদোর স্বদেশীও। বুধবার রাতে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে চিলির কাছে হারের পর পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন। তার উত্তর এ বিষয়ে, ‘আমি কিছু বলব না। আমি নীরবতা ভাঙ্গব না।’ ক্রিশ্চিয়ানো নীরবতা না ভাঙ্গলেও ব্রাজিলের রোনাল্ডোর বিশ্বাস, রিয়াল মাদ্রিদেই থাকবেন ক্রিশ্চিয়ানো।
×