ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সকে চীনের স্নাইপার রাইফেল উপহার

প্রকাশিত: ০৫:৫৯, ১ জুলাই ২০১৭

ফিলিপিন্সকে চীনের স্নাইপার রাইফেল উপহার

ফিলিপিন্সের সামরিক বাহিনীকে ব্যাপক সংখ্যক এ্যাসল্ট ও স্নাইপার রাইফেল উপহার দিয়েছে চীন। দেশটির মুসলিম অধ্যুষিত মারাউয়ি শহরে চলমান ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে ব্যবহারের জন্য এসব অস্ত্র দেয়া হয়। মে মাস থেকে এ অভিযান শুরু করেছে সেনাবাহিনী। খবর সিএনএন অনলাইনের। চীন শুভেচ্ছার নিদর্শন হিসেবে এসব অস্ত্র পাঠিয়েছে। ৭০ লাখ ৫০ হাজার ডলার মূল্যের অস্ত্র পাঠানো হয়েছে। অস্ত্রের প্রথম চালান ম্যানিলায় পৌঁছে গেছে। ফিলিপিন্সে চীনা রাষ্ট্রদূত ঝাও জিয়ানহুয়া আনুষ্ঠানিকভাবে অস্ত্র হস্তান্তর করে বলেন, শীঘ্রই দ্বিতীয় চালানও চীন থেকে পাঠানো হবে। অস্ত্র সম্পর্কে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে বলেন, এর মধ্য দিয়ে ম্যানিলা বেজিংয়ের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। এর আগে দুতার্তে বলেছিলেন, যুক্তরাষ্ট্র থেকে সেকেন্ড হ্যান্ড অস্ত্র কেনা বন্ধ করে দেবে ফিলিপিন্স। সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য নতুন অস্ত্র কেনা হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। চীন বা রাশিয়া থেকে নতুন বিমান, নৌযান, ড্রোন ও রাইফেল কেনার চিন্তা করছেন বলেও জানিয়েছিলেন দুতার্তে।
×