ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদির হুঁশিয়ারি উপেক্ষা

ঝাড়খণ্ডে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫৬, ১ জুলাই ২০১৭

ঝাড়খণ্ডে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরক্ষার নামে মানুষ হত্যার নিন্দা করার কয়েক ঘণ্টার মধ্যে ঝাড়খ- রাজ্যের রামগড়ের বাজরাতার এলাকায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে গোমাংস বহন করার অভিযোগে ৩০-৪০ জন ব্যক্তি পিটিয়ে হত্যা করেছে। নিহত ওই ব্যক্তির নাম আসগার আলি ওরফে আলিমুদ্দিন (৫০)। তিনি একজন মাংস ব্যবসায়ী। খবর টাইমস অব ইন্ডিয়ার। এডিজি (অপারেশন) আর কে মল্লিক জানান, রামগড় থানায় ১০ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মাংস ব্যবসায়ী আলিমুদ্দিন হাজারিবাগ শহরের মনুয়া এলাকা থেকে বৃহস্পতিবার সকাল নয়টা ৩০ থেকে ১০টার মধ্যে মাংস কিনে রামগড় এলাকায় যাবার সময় তার মারুতি ভ্যানটিকে কয়েকজন যুবক থামিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। ভ্যানটিতে তারা আগুন লাগিয়ে দেয়। ডিএসপি রাজেশ্বরী বি ও রামগড়ের এসপি কিশোর কুশাল জানান, আহত আলিমুদ্দিনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাজারের কাছেই উপস্থিত লোকজনের সামনে আলিমুদ্দিনকে পিটিয়ে জখম করার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটাকে ঘিরে ভিড় জমতে দেখে দাঁড়িয়ে যাই। উত্তেজিত কিছু লোক কিল-ঘুষি মারছিল মানুষটাকে। স্থানীয় দোকানদাররা জানান, কিছু বুঝে ওঠার আগেই তারা দেখেন কয়েকটা লোক লাঠি হাতে গাড়িটি ভাঙতে শুরু করেছে। আক্রান্ত ব্যক্তি হাতজোড় করে কিছু বলার চেষ্টা করছিলেন। তার কথা কর্ণপাত না করে কয়েকজন লোক গাড়ির ভিতর থেকে মাংস বের করে রাস্তায় ছুড়ে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, আমরা থামাতে গেলে উত্তেজিত জনতা আমাদের দিকেই তেড়ে আসে। আমরা ভয়ে পালিয়ে আসি। পুলিশকে খবর দিই। পুলিশ আসার আগেই মারমুখী গোরক্ষকরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত গাড়ির কাছেই রাস্তায় পড়েছিলেন আলিমুদ্দিন। হাঁটতে পারছিলেন না। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রামগড় সদর হাসপাতাল এবং পরে রাঁচির রিমস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। রামগড়ের এসপি কৌশল কিশোর ও হাজারিবাগের ডিআইজি ভীমসেন টুটি ঘটনাস্থলে এসেছিলেন। এসডিপিও শশী প্রকাশ পরে বলেন, গাড়িতে পাঁচ-ছ’কেজির মতো মাংস ছিল। তার ফরেনসিক পরীক্ষা হবে। সন্ধ্যায় ডিআইজি জানান, ঘটনাস্থল থেকে তারা কিছু ছবি ও ভিডিও ফুটেজ জোগাড় করেছেন। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে। এলাকা এখনও থমথমে। এলাকার দোকান বন্ধ। মঙ্গলবার রাতেই গিরিডিতে এক বৃদ্ধকে গণধোলাই দিয়েছিল গো-রক্ষকরা। আর বৃহস্পতিবার মেরেই ফেলা হলো আলিমুদ্দিনকে। রাঁচিতে সিবিআই আদালতে হাজিরা দিতে এসে লালু প্রসাদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মুখে যাই বলুন, আসলে তার প্ররোচনাতেই এসব ঘটনা ঘটছে।
×