ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাক লাগল বাতিল টিকেটে

প্রকাশিত: ০৫:৪৪, ১ জুলাই ২০১৭

তাক লাগল বাতিল টিকেটে

বাতিল টিকেটের টাকার পরিমাণ দেখে এবার তাক লাগাল ভারতীয় রেল কর্তৃপক্ষের। ২০১৬-১৭ অর্থবর্ষে বাতিল টিকেটের থেকে রেল মন্ত্রণালয়ের আয় হয়েছে ১৮ কোটি টাকা। গত বছরের তুলনায় যা প্রায় সাড়ে ২৫ শতাংশেরও বেশি। রেল মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের (সিআরআইএস) থেকে দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবর্ষে দেশের প্রায় প্রতিটি রুটে বাতিল টিকেটের থেকে আয় হয়েছে ১৪.৭ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে যে পরিমাণ ছিল ১১.২৩ কোটি টাকা। সিআরআইএসের তরফে জানানো হয়েছে, শুধু রিজার্ভড টিকেটের থেকেই নয়, আন-রিজার্ভড টিকেটের থেকেও আয় হয়েছে প্রচুর টাকা।Ñজিনিউজ বাংলা
×