ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে ৮ প্রতিমা ভাংচুর, গ্রেফতার নেই

প্রকাশিত: ০৫:৪৩, ১ জুলাই ২০১৭

কালিয়াকৈরে ৮ প্রতিমা ভাংচুর, গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে সার্বজনীন পূজা ম-পের জন্য তৈরি শারদীয়া দুর্গা পূজার ৮ প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শিল্পী শান্তি গোপাল পালসহ স্থানীয়রা জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে সার্বজনীন বিভিন্ন পূজা ম-পের জন্য প্রতিবছরের মতো এবছরও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় বেশক’টি প্রতিমা তৈরির কাজ চলছিল। তুরাগ নদীর পাশে স্থানীয় সুধাংশু সাহার বাড়ি সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে ফাঁকা জায়গায় পলিথিন ও টিনের ছাউনি দিয়ে প্রতিমা শিল্পী শান্তি গোপাল পাল এসব প্রতিমা তৈরি করছিলেন। প্রতিমাগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার রাত দুটা পর্যন্ত প্রতিমা তৈরি কাজ করেন শান্তি গোপাল পাল ও তার সহকর্মীরা। পরদিন শুক্রবার ভোরে শান্তি গোপাল পাল সেখানে গিয়ে দুটি গণেশ, দুটি লক্ষ্মী, দুটি সরস্বতী, দুটি কার্তিকসহ মোট ৮ প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর মধ্যে ৫ প্রতিমাকে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং তিনটির মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় টুম্পা রানী পাল জানান, এর আগেও এ গ্রামে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিন্তু ওই ঘটনার কোন বিচার হয়নি। ফলে এবারের এ ভাংচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সার্বজনীন সারদীয়া দুর্গা উৎসব শুরু হতে যাচ্ছে। এ উৎসব যাতে এলাকাবাসী সুষ্ঠুভাবে পালন করতে পারে এজন্য স্থানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য দেবব্রত শাহা পবন জানিয়েছেন, এভাবে দুর্গাপূজার আগে প্রতিমা তৈরির মুহূর্তে ভেঙ্গে দেয়ায় এলাকাবাসী বেশ আতঙ্কে রয়েছে। তাই আগামী দুর্গা উৎসব পালন করা নিয়ে এলাকাবাসী শঙ্কায় আছেন বলেও জানান তিনি।
×