ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ্যাকুইলার সফল উড্ডয়ন

প্রকাশিত: ০৫:৩৩, ১ জুলাই ২০১৭

এ্যাকুইলার সফল উড্ডয়ন

ফেসবুক বিশ্বের প্রান্তিক অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মনুষ্যবিহীন উড়ুক্কু যান নিয়ে দ্বিতীয় ও সফল পরীক্ষা সম্পন্ন করেছে। প্রথমবারের মতো এবার আর এই ড্রোন দুর্ঘটনার কবলে পড়েনি। ফেসবুকের পরিকল্পনা হচ্ছে কতগুলো সৌরচালিত ড্রোন বানানো যেগুলো কয়েক মাস ধরে উড়বে ও লেজারের মাধ্যমে নিজেদের সঙ্গে যোগাযোগ করবে। এর মাধ্যমে ড্রোনগুলো ওই এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেবে। ফেসবুকের এ্যারোনটিক্যাল প্ল্যাটফর্ম পরিচালক মার্টিন লুইজ গোমেজ বলেন, দ্বিতীয় পরীক্ষায় ড্রোনটি এ্যারিজোনায় ইউমার কাছাকাছি ল্যান্ড করার আগে এক ঘণ্টা ৪৬ মিনিট উড়তে সক্ষম হয়। এ ক্ষেত্রে শুধু ‘অল্প কিছু ছোট, ওই সহজেই মেরামতযোগ্য ত্রুটি ছিল’ বলে দাবি গোমেজের। ফেসবুক প্রকৌশলীরা ড্রোনটির ল্যান্ড করা সহজ করতে পাখায় ‘স্পয়লার’ যুক্ত করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ‘এর আগে কেউ কখনও এমন মনুষ্যবিহীন প্লেন বানাতে পারেনি যা একটানা কয়েক মাস ধরে উড়বে।’ তিনি আরও বলেন, ‘এখন, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকÑ চারশ’ কোটি মানুষ ইন্টারনেট এ্যাকসেস করতে পারছেন না।’ গত বছর ২৮ জুন সফলভাবে নিজেদের প্রথম সৌরচালিত মনুষ্যবিহীন প্লেন উড়ায় ফেসবুক। সে বছর ২১ জুলাই ফেসবুকে ওই পোস্টের মাধ্যমে ‘এ্যাকুইলা’ নামের নতুন প্লেনের উড্ডয়ন সাফল্য বর্ণনা করেন জাকারবার্গ। এই প্লেন সৌরশক্তিতে চলে এবং এটি মনুষ্যবিহীন প্লেনগুলোর সর্বোচ্চ ভ্রমণের রেকর্ড ভেঙ্গে ফেলে। জাকারবার্গ বলেন, ‘এ্যারিজোনা’র ইউমা এলাকায় সন্ধ্যার আগে প্লেনটির যাত্রা শুরু হয়। আমাদের মূল অভিযান ছিল প্লেনটিকে আধা ঘণ্টা উড়ানো, কিন্তু সবকিছু এত ঠিকঠাকভাবে ছিল যে, আমরা একে ৯৬ মিনিট ওপরে রাখার সিদ্ধান্ত নেই। আমরা আমাদের মডেল আর এয়ারক্রাফট কাঠামো নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছি— আর দুই বছর কাজের পর, এ্যাকুইলাকে সত্যিই মাটির ওপরে উঠতে দেখা ছিল আবেগময়। _দ্য গার্ডিয়ান
×