ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালে পুড়ে যাওয়া আইসিইউ চার দিনের মাথায় চালু হলো

প্রকাশিত: ০৫:৩২, ১ জুলাই ২০১৭

ময়মনসিংহ মেডিক্যালে পুড়ে যাওয়া আইসিইউ চার দিনের মাথায় চালু হলো

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুড়ে যাওয়া ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ চার দিনের মাথায় শুক্রবার দুপুরে চালু করা হয়েছে। গত মঙ্গলবার সকালে আইসিইউতে আগুন লাগার পর লাইফ সাপোর্টে থাকা ৬ রোগীকে করোনারি কেয়ার ইউনিটে সরিয়ে নেয়া হয়েছিল। এসময় মারা গেছে ৪ রোগী। বাকি ২ রোগীকে শুক্রবার ফের আইসিইউতে নিয়ে আসা হয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্ত আইসিইউ ইউনিট দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ও স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ কাজী জাহাঙ্গীর হোসেন। কর্মকর্তারা এসময় আইসিইউসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আইসিইউ ইউনিটের জন্য নতুন করে ৩টি ভেন্টিলেটর প্রদানের জন্য স্বাস্থ্য বিভাগের পরিচালককে নির্দেশ দেন। এসময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল গনি, সহকারী পরিচালক ডাঃ লক্ষী নারায়ণ মজুমদার ও ডাঃ আবুল কাশেম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, ভাইস প্রিন্সিপাল ও আইসিইউ ইউনিটের ইনচার্জ অধ্যাপক ডাঃ আনম ফজলুল হক পাঠান, বিএমএ-ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক ডাঃ তারা গোলন্দাজ, হাসপাতালের বিভিন্ন পদমর্যাদার চিকিৎসক, ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত আইসিইউ ঘুরে দেখার পর কর্মকর্তারা হাসপাতালের আইসিইউ প্রধান ও প্রশাসনিক কর্মকর্তাসহ চিকিৎসকের সঙ্গে মতবিনিময় করেন। এসময় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ক্যাথল্যাব স্থাপন, কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস চালু, এক্সরে মেশিন সরবরাহ, রেডিও থেরাপি বিভাগের কোবাল্ট-৬০ মেশিন চালুসহ পুরনো হাসপাতাল ভবনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ড সংস্কারের ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক একমত পোষণ করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন। মহাপরিচালক বলেন, দেশের সিলেট, রংপুর, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ এই পাঁচটি হাসপাতালে বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে এসব কোন সমস্যাই থাকবে না। রোগীরা সরকারী হাসপাতাল থেকে সব ধরনের সেবাই পাবে। ময়মনসিংহ মেডিক্যালের পরিষ্কার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সেবাসহ সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মহাপরিচালক। বিশেষ করে ইনটেনসিভ কেয়ার ইউনিটের পরিবেশ দেখে মুগ্ধ তিনি। ময়মনসিংহ মেডিক্যালের সেবাদানের মডেল দেশের অন্যসব সরকারী হাসপাতালে ছড়িয়ে দেয়ার কথাও বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
×