ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩২, ১ জুলাই ২০১৭

সংস্কৃতি বাঁচলে  বাংলাদেশ  বাঁচবে ॥ কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঘুরতে আসলে বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাস-ঐতিহ্য এক সঙ্গে দেখতে পাবেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জামদানি পল্লী পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, লোক ও কারুশিল্প জাদুঘরের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, বড় সর্দার বাড়ি ও জামদানি পল্লী পরিদর্শন করেন। জামদানি পল্লী পরিদর্শনকালে মন্ত্রী কয়েকটি জামদানি শাড়ি ক্রয় করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) সাজিদুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনূর ইসলাম, সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, ফাউন্ডেশনের প্রদর্শন কর্মকর্তা আজাদ সরকার, সিনিয়র গাইড লেকচারার একেএম মুয়াজ্জিনুল হক মাসুদ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি মাসুম চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
×