ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঘটনাস্থলে যাবে ইতালি ও জাপানী প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:৩১, ১ জুলাই ২০১৭

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঘটনাস্থলে যাবে ইতালি ও জাপানী প্রতিনিধি দল

কূটনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার ঘটনাস্থলে যাবে ইতালি ও জাপানের প্রতিনিধি দল। নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করবেন তারা। আজ সকাল সাতটায় জাপান এবং বেলা এগারোটায় ইতালির প্রতিনিধি দল শ্রদ্ধা জানাবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালির চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে। ইতালি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কো তোসসিনি। তিনি ইতালির লোমবার্দি আঞ্চলিক সরকারের কাউন্সিলর এবং পরিকল্পনা ও বাজেট-সংক্রান্ত প্রথম স্থায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট। ওই হামলায় দেশী-বিদেশীসহ মোট ২০ নিরীহ মানুষ প্রাণ হারায়। যার মধ্যে সর্বোচ্চ ৯ জনই ছিলেন ইতালির নাগরিক। আর ৭ জন জাপানী নাগরিক। এর মধ্যে ইতালির লোমবার্দি শহরের দুইজন। যারা প্রত্যেকে ওই শহরের ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। নিহতদের স্মরণে বিশেষ আয়োজন থাকছে ইতালিতেও। লোমাবার্দি সরকারের উদ্যোগে আজ পহেলা জুলাই পিয়াচ্ছা লিবের্তায় এক বিশেষ প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়েছে।
×