ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিহতদের পরিবারের সদস্যদের প্রতি ডিএনসিসির সমবেদনা

প্রকাশিত: ০৫:৩১, ১ জুলাই ২০১৭

নিহতদের পরিবারের সদস্যদের প্রতি ডিএনসিসির সমবেদনা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গী হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শোকাহত সব পরিবারের কাছে চিঠির মাধ্যমে তিনি এ সমবেদনা জানান। শুক্রবার ডিএনসিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার জাপান, ইতালি ও ভারতের দূতাবাসের মাধ্যমে জঙ্গী হামলায় নিহত ১৭ বিদেশী নাগরিকের পরিবারের কাছে মেয়রের শোক ও সমবেদনামূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কঠিন পরিস্থিতিতে প্রশংসনীয় ভূমিকা রাখায় এ তিন দেশের দূতাবাসকে ধন্যবাদ জানান মেয়র। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গীরা। এতে নিহত হয় তিন বাংলাদেশীসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ ইতালি, ৭ জাপানী এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গীদের হামলার শুরুতেই নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। রেস্তরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত অপারেশন থান্ডারবোল্টের সময় উদ্ধার করা হয়। এছাড়া রাতের বিভিন্ন সময় উদ্ধার করা হয় আরও অন্তত ৭ জনকে। অপারেশন থান্ডারবোল্টের পর রেস্তরাঁ থেকে ৫ জঙ্গীসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া পালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান আরেক রেস্তরাঁকর্মী। এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলাটি কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে।
×