ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার জেলায় সড়ক দুর্ঘটনা ॥ শিশু ও পুলিশসহ নিহত ৭

প্রকাশিত: ০৫:৩০, ১ জুলাই ২০১৭

চার জেলায় সড়ক  দুর্ঘটনা ॥ শিশু ও  পুলিশসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ রংপুরের তারাগঞ্জ, চট্টগ্রামের পটিয়া, মুন্সীগঞ্জের গজারিয়া ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৩২ জন। নিহতদের মধ্যে পুলিশের একজন সদস্য রয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। রংপুর ॥ জানা গেছে, জেলার তারাগঞ্জ উপজেলা শহরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী এশিয়া এক্সক্লুসিভ নামের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে হানিফ এন্টারপ্রাইজ নামে অপর একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দিয়ে অপর দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতরা হলোÑ হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার নীলফামারীর রুহুল আমিন (৩৬) ও বাসের হেলপার মোতালেব হোসেন (৩৫) এবং এশিয়া এক্সক্লুসিভের যাত্রী রুহুল মিয়া (৩৬)। এ বিষয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়ায় দুই সিএনজিযাত্রী বাসচাপায় নিহত হয়েছে। নিহতরা হলোÑ পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকের শিশুকন্যা জান্নাতুল ফেরদৌস (১২) ও অপরজন বোয়ালখালী উপজেলার কধুরখিল গ্রামের মাহমুদুর রহমানের ছেলে মোবারক উল্লাহ (২২)। এতে আহত হয়েছেÑ পৌর সদরের আবদুস সালামের মেয়ে উর্মি আকতার (১৪), সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (৩), সাইফুল ইসলাম (৪৫) ও আসমা আকতার (১৩)। শুক্রবার দুপুর পৌনে ১টায় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল বড়ুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা। জানা গেছে, ঈদের পঞ্চম দিন পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকার আদু তালুকদার বাড়ির মোঃ রফিকের পরিবার সিএনজি নিয়ে বেড়াতে বের হয়। তাদের সিএনজিটি (চট্টগ্রাম থ-১২-৫৭৩৪) মহাসড়কের পাইরোল বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী চেয়ারকোচ (চট্ট মেট্রো চ-১১-২৭৮) চাপা দিলে ঘটনাস্থলে শিশু জান্নাতুল ফেরদৌস নিহত হয়। অপরজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করেন। তবে চালক পলাতক রয়েছে। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির গাড়ির চালক শহিদুল ইসলাম শহিদ (৩০) দুর্ঘটনা রোধে বিকল যান সরাতে গিয়ে নিজেই দুর্ঘটনায় প্রাণ দেন। তিনি জয়পুরহাটের গনিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ভোরে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। ওই বাস সরিয়ে নেয়ার জন্য পুলিশ রেকার নিয়ে সেখানে যায়। বাসটি সরানোর সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শহিদ নিহত হন। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসেম মুন্সী জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, শহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। মাগুরা ॥ মাগুরায় সড়ক দুর্ঘটনায় রাজিব (২৯) নামে এক যুবক নিহত এবং অপর তিনজন আহত হয়েছে। আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির মোবারকপুর গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজিবের মৃত্যু হয়। রাজিব মহম্মদপুর উপজেলার পানিঘাট গ্রামের ফসিয়ার শেখের ছেলে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঝালকাঠি ॥ বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের বিশ্বাস বাড়ি নামক স্থানে ওভারটেক করার সময় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পড়ে যায় এবং এ ঘটনায় ১৭ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। শুক্রবার বিকেল ৫টায় বাসটি বরিশালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
×