ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আ.লীগের সঙ্গে ৩১ জুলাই, বিএনপির সঙ্গে ২০ জুলাই

ইসির সাথে আ. লীগ এবং বিএনপি সংলাপ

প্রকাশিত: ২২:০৮, ৬ জুলাই ২০২২

ইসির সাথে আ. লীগ এবং বিএনপি সংলাপ

নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল জাতীয় পার্টির সংলাপ হবে শেষ দিন ৩১ জুলাই অপরদিকে বিএনপির সঙ্গে ২০ জুলাই সংলাপের তারিখ নির্ধারণ করা হয়েছে সব দলের সঙ্গে এক ঘণ্টার সংলাপ হলেও আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী সংলাপ হবে

বুধবার ( জুলাই) নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  সংবাদ সম্মেলনে ইসির এই কর্মপরিকল্পনার কথা জানান প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দুপুর ১২টা থেকে ১টা, বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই চার দফায় সংলাপ করবে ইসি

সংলাপে আমন্ত্রিত দলগুলোকে ধারাবাহিকভাবে বৃহস্পতিবার (জুলাই) থেকে চিঠি দেওয়া  হবে বলে ইসির অতিরিক্ত সচিব জানান

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনও আলোচ্য সূচি থাকছে না আলোচনা হবে উন্মুক্ত প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে থাকে বর্তমান কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে

কোন দলের  সংলাপ কবে

১৭ জুলাই বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নম্বর ৪৩)-এর সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সংলাপ শুরু হবে এছাড়া এদিন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (৪২), বাংলাদেশ কংগ্রেস (৪৪) বাংলাদেশ মুসলিম লীগের-বিএমএল (৪০) সঙ্গে সংলাপ করবে ইসি

১৮ জুলাই সোমবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) (৪১), খেলাফত মজলিস (৩৮) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (৩৭) সঙ্গে সংলাপ

১৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১), ইসলামী ঐক্যজোট (৩২), বাংলাদেশ খেলাফত মজলিস (৩৩) বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) (০৩)-এর সঙ্গে সংলাপ

২০ জুলাই বুধবার, গণতন্ত্রী পার্টি (০৮) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (০৭) (তিনটা থেকে ৫টা)

২১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ তরিকত ফেডারেশন (১৯), বাংলাদেশ জাতীয় পার্টি (২৮), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (১৩) গণফ্রন্ট (২৫)

২৪ জুলাই রবিবার বাংলাদেশ খেলাফত আন্দোলন (২০), জাতীয় পার্টি-জেপি (০২), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (১৫) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (৩০)

২৫ জুলাই সোমবার বাংলাদেশ মুসলিম লীগ (২১), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (১০), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (১৭) লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডি (০১)

২৬ জুলাই মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (২৩), বিকল্পধারা বাংলাদেশ (১১), ইসলামী আন্দোলন বাংলাদেশ (৩৪) ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (২২)

২৭ জুলাই বুধবার বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (১৮), জাকের পার্টি (১৬) কৃষক শ্রমিক জনতা লীগ (০৪)

২৮ জুলাই বৃহস্পতিবার গণফোরাম (২৪), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ (২৭) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (০৫)

৩১ জুলাই রবিবার জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ (০৬)-এর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন

 

×