ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

প্রকাশিত: ০৮:০৪, ৩০ জুন ২০১৭

সরিষাবাড়ীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ জুন ॥ সরিষাবাড়ী থানা পুলিশের হেফাজতে বৃহস্পতিবার বিকেলে তিন বছরের সাজাপ্রাপ্ত জবান আলী নামের এক আসামি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী তার লাশ দেখতে সরিষাবাড়ী হাসপাতালে যান। অপরদিকে সরিষাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, আসামি জবান আলী স্ট্রোক করে মারা গেছেন। মৃত জবান আলীর স্বজনরা জানান, সরিষাবাড়ী উপজেলার চর বাঙ্গালী গ্রামের সুমর আলী সুতারের পুত্র জবান আলী তরফদার (৫০) বৃহস্পতিবার আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার জন্য সপরিবারে সরিষাবাড়ী স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে সরিষাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহানুরের নেতৃত্বে একদল পুলিশ ট্রেনের জন্য অপেক্ষমাণ জবান আলী, তার স্ত্রী মালেকা, শিশুপুত্র আরিফুল (৯) ও কন্যা চায়না আক্তারকে (১১) গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় জবান আলী অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেল সাড়ে পাঁচটার দিকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে সপরিবারে ট্রেনের উদ্দেশে সরিষাবাড়ী স্টেশনে অপেক্ষা করছিলেন। সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই জবান আলী মারা যায়। মৃত জবান আলীর জামাতা খোরশেদ আলম বলেন, পুলিশ আমার শ্বশুরকে ধইর‌্যা নিয়া মাইরা ফালাইছে।
×