ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিয়ের ভেন্যু নিয়ে বিতর্ক, এক মঞ্চে জড়ো হচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা

রোজারিওতে আজ মেসির উৎসবমুখর বিয়ে

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ জুন ২০১৭

রোজারিওতে আজ মেসির উৎসবমুখর বিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষার প্রহর শেষ। দীর্ঘদিনের প্রেমিকা এ্যান্টোনেল্লা রোকুজ্জোকে আজ বিয়ে করছেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। শৈশবের শহর আর্জেন্টিনার রোজারিওতে জমকালো এই বিয়ের অনুষ্ঠান হবে। সময়ের অন্যতম সেরা তারকার বিয়ে নিয়ে গোটা ফুটবল বিশ্বই কাপাঁছে। সবার দৃষ্টি এখন রোজারিওতে। মা-বাবার বিয়েতে মজা করার অপেক্ষায় দুই ছেলে থিয়াগো ও মাতেও। এছাড়া কত নামী দামী মানুষের যে সমারোহ হবে কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারা ও ১৯৭৮ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের কোচ সিজার লুইস মেনোত্তির শহর রোজারিওতে তা দেখার অপেক্ষা এখন। সব পথই মিশে গেছে এই শহরটিতে। যে বিয়ে নিয়ে এত আগ্রহ তা নিয়ে কিছুটা বিতর্কও সৃষ্টি হয়েছে। রাজকীয় বিয়ের অনুষ্ঠান যে বিলাসবহুল হোটেলে হচ্ছে তার চারদিক রয়েছে অপরাধের সাম্রাজ্য। কেন ঠিক এই অঞ্চলে মেসি বিয়ে করতে চলছেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা অনেকেই প্রশ্ন তুলেছেন। গত পাঁচ বছরে এখানে নিহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। তাছাড়া গত এক বছরে প্রতি লাখে গড়ে সাতটি করে খুনের ঘটনা ঘটেছে। মেসির বিয়ে যে হোটেলে সেই সিটি সেন্টার কমপ্লেক্সের ঠিক পেছনেই কুখ্যাত ড্রাগ মাফিয়া চক্র লস মনোসের অবস্থান। রোজারিওর প্রকৃত ক্ষমতাই এই গ্যাং গ্রুপের হাতে। মেসির বিয়েতে যোগ দিতে রোজারিওতে এরই মধ্যে হাজির হচ্ছেন অনেক তারকা ফুটবলার, বহু সেলিব্রিটি অতিথি। যাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকছেই। অবশ্য মেসি নাকি নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত এক আর্জেন্টাইন সামরিক অফিসারের হাতে। ২০০ নিরাপত্তকর্মী হোটেল ঘিরে থাকবে। মেসি ও রোকুজ্জো দু’জনই একসঙ্গে রোজারিওতে শৈশব কাটিয়েছেন। তাই বিয়ের দিনটায় তারা ফিরে যেতে চেয়েছেন নিজেদের কৈশোরে। কিন্তু স্থানীয় মানুষ এর পেছনে কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না। যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। তবে ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতি থাকলেও বিয়ে জ্বরে কাঁপছে এখন রোজারিও। আলোচিত এই বিয়েতে আসছেন ফুটবল ও শোবিজ জগতের অনেক তারকা। বিয়েতে অতিথি তালিকায় নাম আছে ২৬০ জনের। এর মধ্যে কেউ ফুটবলার, কেউ শোবিজ তারকা, কেউ মেসি-রোকুজ্জোর পুরনো বন্ধু। তবে আকর্ষণীয় দুটি নাম জেরার্ড পিকে ও শাকিরা। পুরনো গুঞ্জন মিথ্যে করে বার্সিলোনা সতীর্থের বিয়েতে আসছেন পিকে ও তার কলম্বিয়ান পপ তারকা স্ত্রী শাকিরা। এদের পাশাপাশি তারকাদের মধ্যে থাকছেন লুইস সুয়ারেজ, নেইমারসহ বার্সার গোটা স্টাফ। স্থানীয় সময় রাত ১০টায় অতিথিরা জড়ো হবেন হোটেল সিটি সেন্টার ক্যাসিনোতে। কেমন হবে মেসির বউয়ের বিয়ের পোশাক। তা নিয়ে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। রোকুজ্জোর পোশাক এরই মধ্যে বার্সিলোনা থেকে আনা হয়েছে। যা তৈরি করেছেন স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারা। যিনি এর আগে চলচ্চিত্র অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, সোফিয়া ভারগারা, এমনকি স্পেনের রানী লেতিজিয়ার বিয়ের পোশাক তৈরি করে খ্যাতি অর্জন করেছেন। কেমন হবে খাওয়া-দাওয়া। ভক্তদের আগ্রহের কমতি নেই তা জানতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মূল ভোজে থাকবে স্থানীয় সুস্বাদু খাবার লোক্রো স্টু ও এম্পানাদা প্যাস্টি। আর মূল আকর্ষণ থাকবে আর্জেন্টাইন গরুর রোস্ট। নাচে গানে ভরপুর বিনোদন দেবেন উরুগুয়ের পপ ব্যান্ড ‘রম্বাই এ্যান্ড মারাম’। পপ তারকা শাকিরার গান শোনার জন্যও অপেক্ষা করছে সবাই। মেসির বিয়েতে গান গাইবেন সার্জিও এ্যাগুয়েরোর বউ কারিনা। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাকারী বারবারা দিয়েজও বেশ বিখ্যাত। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাক্রির ঘনিষ্ঠ এক মিত্রের স্ত্রী তিনি। ফুটবল আর রাজনীতি যেখানে সমান্তরালে চলে, সেই আর্জেন্টিনায় ব্যাপারটা এমনই হওয়ার কথা। আলোচিত এই বিয়েতে উপহারে ছেঁয়ে যাবে হোটেল। এমনটি ভাবছেন যারা তাদের ধারণা ভুল। কারণ কোন উপহার গ্রহণ করবেন না মেসি-রোকুজ্জো জুটি। তবে তারা বলেছেন, কেউ যদি সত্যিই কিছু দিতে চান, সেটি যেন দান করেন ‘লিও মেসি ফাউন্ডেশনে’, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে কাজ করে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে।
×