ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ অভিবাসী শ্রমিক ও পরিবার সুরক্ষা কমিটির সদস্য পুনর্নির্বাচিত

প্রকাশিত: ০৬:১২, ৩০ জুন ২০১৭

বাংলাদেশ অভিবাসী শ্রমিক ও পরিবার সুরক্ষা কমিটির সদস্য পুনর্নির্বাচিত

কূটনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের অভিবাসী শ্রমিক ও পরিবার সুরক্ষা কমিটির সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই কমিটির ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচনে ৫১ ভোটের মধ্যে তিনি ৪৬ ভোট পেয়েছেন। ‘কমিটি অন দ্য রাইট অব অল মাইগ্র্যান্ট ওয়াকার্স এ্যান্ড মেম্বারস অব দেয়ার ফ্যামিলিজ’ (সিএমডব্লিউ) নামে ১৪ সদস্যের এই ফোরামে আলবেনিয়া, শ্রীলঙ্কা, কলম্বিয়া, আজারবাইজান, সেনেগাল ও নাইজারের ৬ প্রার্থীও নির্বাচিত হয়েছেন। সিএমডব্লিউর এই নির্বাচনে কোন প্রার্থীর এটাই সর্বাধিক ভোট বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বার সিএমডব্লিউর সদস্য হলো, যা আমাদের ৯ মিলিয়ন অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ বিশ্বব্যাপী অভিবাসী কর্মীদের সুরক্ষা ও উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করল। এটি নিঃসন্দেহে মাইগ্রেশন ইস্যুতে জাতিসংঘ ও এর বাইরে বাংলাদেশের অগ্রণী ভূমিকার সুস্পষ্ট স্বীকৃতি। ২০১৮ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়া নতুন কমিটিতে পররাষ্ট্র সচিব স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। অভিবাসন বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শহীদুল হক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সদর দফতরে পরিচালক, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এ্যান্ড পার্টনারশিপ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ২০১৬ মেয়াদে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের আওতাভুক্ত ৫১টি দেশের ভোটে চার বছর পর ১৪ সদস্যের সিএমডব্লিউ নির্বাচিত হয়।
×