ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ জুন ২০১৭

ঝলক

কবুতর গ্রেফতার কুয়েতী কাস্টমস কর্তৃপক্ষ সম্প্রতি একটি কবুতর ধরেছে। কবুতরটি প্রায় ১৭৪ এসটেসি ট্যাবলেট (মাদকজাতীয় ওষুধ) খুবই সতর্কতার সঙ্গে বহন করছিল। অতীতে কবুতরকে বার্তা প্রেরণ করার জন্য প্রশিক্ষণ দেয়া হতো। অথচ তখন কি কেউ ভেবেছিল যে, কবুতরকে এর পাশাপাশি একদিন মাদক পাচারে প্রশিক্ষিত করা হবে। আল আরাবিয়া (ইংরেজী) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কবুতরকে এখন মাদকদ্রব্য পাচারের প্রশিক্ষণ দিচ্ছেন মাদক ব্যবসায়ীরা। কারণ কবুতর কোন রকমের বিরতি ছাড়াই ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এবং তাদের শরীরের ওজনের তুলনায় ১০ শতাংশ বেশি ওজন বহন করতে পারে। এ কারণে চোরাচালানকারীদের এখন প্রিয় পাখি কবুতর। তবে এ ঘটনায় যে কবুতরটি ধরা পড়েছে তাকে পুলিশ গ্রেফতার দেখিয়ে খাঁচায় বন্দী করে রেখেছে। খোঁজা হচ্ছে এর মালিককে। -স্কুপহুপ রাতের আকাশে দিনের আলো ব্রাইট নাইটস বা উজ্জ্বল রাত বলতে রাতের আকাশ আলোকোজ্জ্বল হয়ে ওঠাকে বোঝায়। এই আলো কোন চাঁদের আলো নয়। নতুন এক গবেষণায় কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির দুই গবেষক রাতের আকাশের এই আলোর বিক্ষেপণ কেন্দ্রিক অনেক তথ্য-উপাত্তের সঙ্গে বায়ুম-লীয় তরঙ্গের সংগৃহীত তথ্যের একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন। এই রাত সচরাচর দেখা যায় না। বায়ু দূষণের কারণে রাতের আকাশে আজকাল এ ধরনের আলোর বিক্ষেপণ কমে গেছে। বায়ু স্তরে বায়ুর গতিবিধি ও ক্রিয়া বিক্রিয়ার ফলে আকাশের বিভিন্ন জায়গায় এ ধরনের আলোর ছটা তৈরি হয় এবং এর পিছনে অক্সিজেন অণু এবং সূর্যের আলোরও একটি বিশেষে যোগসূত্র আছে। বিজ্ঞানীরা ধারণা করছে যে, প্রতি ১০০ দিনের মধ্যে ৭ দিন পৃথিবীর কোথাও না কোথাও ব্রাইট নাইট সৃষ্টি হয়। -সায়েন্স এ্যালার্ট
×