ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া জিলা স্কুলের ৯৯ ব্যাচের মিলনমেলায় সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৪:১০, ৩০ জুন ২০১৭

বগুড়া জিলা স্কুলের ৯৯ ব্যাচের মিলনমেলায় সাংস্কৃতিক আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল ফিতরের পরের দিন বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে বগুড়া জিলা স্কুলের গর্বিত ৯৯ ব্যাচ অদম্য ৯৯ উদ্যাপন করল দেড়যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। গান, গল্প, স্মৃতিআড্ডায় চিরচেনা স্কুল অঙ্গন হয়ে উঠেছিল এক আনন্দবাজার। অনুষ্ঠানকে রঙিন করতে ছিল মনোমুগ্ধকর লাঠি খেলা। এছাড়াও এ আয়োজন থেকে জিলা স্কুলের ২৫ জন শিক্ষকের প্রতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় আলো ঝলমলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জিলা স্কুলের সাবেক ছাত্র ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রাতের আকাশে উড়িয়ে দেয়া হয় স্মারক ১৮টি ফানুসও পোড়ানো হয় আতশবাজি। আয়োজক কমিটির সদস্য কনক কুমার পাল অলক বলেন, আগামীতে অদম্য ৯৯-এর পক্ষ থেকে প্রতিবছর অদম্য বৃত্তি প্রদান করা হবে। মানবতার আহ্বানে অদম্য ৯৯ সাথীরা জিলা স্কুল পরিবারের পাশে সব সময় থাকবে। দীর্ঘদিন পর স্কুল আঙ্গিনায় পুরাতন বন্ধুকে কাছে পেয়ে, পাশে পেয়ে সবাই আবেগতাড়িত হয়ে পরে। ড্রামের তালে তালে সমাবেশে অংশ নেন, শপথ আর জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান ৯৯ সাথীরা। সকালে যে আয়োজন শুরু হয়েছিল স্কুলের ঘণ্টা বাজিয়ে, রাতে তা শেষ হয় বাঁশির সুরে। বাঁশির সুরে যেন ভাসছিল অদম্য স্লোগানÑ বন্ধু চিরদিনের, অনুভূতি হৃদস্পন্দনের। উপস্থিত সবাই এই মিলনমেলা উপভোগ করেন।
×