ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’

প্রকাশিত: ০৪:০৯, ৩০ জুন ২০১৭

বিশেষ টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’

সংস্কৃতি ডেস্ক ॥ এনটিভিতে আজ শুক্রবার বেলা ২-২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’। ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আফসানা মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, শহীদুজ্জামান সেলিম, প্রভা, ইমন, এফ এস নাইম, সোনিয়া হোসেন প্রমূখ। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে রিনি এবং রানা হোস্টেলে থেকে একই ইউনিভার্সিটিতে পড়তো। ওরা ঠিক করে নিজ নিজ পরিবারকে ওদের ভালবাসার কথা জানাবে। রিনির পরিবার মানে ওর বড়বোন মিনি। বাবার ব্যবসা নিয়ে মিনি এতোই ব্যস্ত ছিল যে, নিজের কথা ভাবার সময় পায়নি। অন্যদিকে রানার সংসার মানে ওর বাবা ফয়সাল সাহেব। রানার জন্মের পর ওর মা মারা গেলে ফয়সাল বাচ্চাকে বড় করতে যেয়ে নিজের জীবন নিয়ে আর ভাবার সময় পায়নি। মিনি এবং ফয়সাল একই জীবন কাটাবে। এমনটাই হয়তো হতো। কিন্তু বাস্তবে ঘটনা অন্য দিকে মোড় নেয়। শুরু হয় বিপত্তি। এগিয়ে যায় ‘ফিরে আসার গল্প’ টেলিফিল্মের গল্প।
×