ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে চার দস্যু আটক ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুন ২০১৭

সুন্দরবনে চার দস্যু আটক ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খাল থেকে ৩টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু শফিকুল বাহিনীর চার সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৬-এর সদস্যরা তাদের আটক করে। আটক বনদস্যুরা হলোÑ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের ফজলু গাইনের দুই ছেলে মিলন গাইন (৩৫) ও বাচ্চু গাইন (২৫), একই গ্রামের আনোয়ার গাজীর ছেলে আসাদুল ইসলাম (২৯) ও মৃত লতিফ মোড়লের ছেলে আলআমিন মোড়ল (৪৫)। র‌্যাব-৬-এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ জানান, কলাগাছিয়া খালে বনদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনলা পাইপগান, একটি দোনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু শফিকুল বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। নালিতাবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ জুন ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই নালিতাবাড়ী পৌরসভায় ২০১৭-১৮ অর্থবছরের ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ওই বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু। বাজেটে আয় ধরা হয়েছে ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৭৭ হাজার টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সচিব একেএম মুবাশ্বেরুল মঞ্জির, কাউন্সিলর জহুরুল হক, কাউন্সিলর নুপুর অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। ট্রেনে কাটা পড়ে ধর্মগুরু নিহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ট্রেনে কাটা পড়ে এক ধর্মগুরু নিহত হয়েছেন। বুধবার রাত ৮টায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন ধর্মগুরু সুকুমার গোস্বামী। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারীপাড়ার বাসিন্দা। পার্বতীপুর রেল পুলিশ বুধবার রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কৃতী শিক্ষার্থীদের এ্যাওয়ার্ড প্রদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুন ॥ ‘বদলগাছী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৪ কৃতী শিক্ষার্থীকে ‘আব্দুল খালেক মেমোরিয়াল এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আব্দুল খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইউএনও হুসাইন শওকত, সহকারী অধ্যাপক একরামুল ইসলাম, এসএম রায়হানুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। শিক্ষার্থীর মধ্যে থ্রিপিস বিতরণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ জুন ॥ বাউফলে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সহস্রাধিক গরিব শিক্ষার্থীদের মধ্যে জামা (থ্রিপিস) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জোবায়দুল হক রাসেল ব্যক্তিগতভাবে ঈদের আগের দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরিব শিক্ষার্থীদের মধ্যে জামা বিতরণ করেন। এ ছাড়া তিনি চার হাজার গরিব অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
×