ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খেলা নিয়ে দ্বন্দ্ব ॥ হামলায় নিহত এক, আহত ১০

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুন ২০১৭

খেলা নিয়ে দ্বন্দ্ব ॥ হামলায় নিহত এক, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৯ জুন ॥ করিমগঞ্জে ছোটদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুস সালেক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদির জঙ্গল রহিমপুর কোনাবাড়ি কদমতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দুদিন আগে রহিমপুর গ্রামের আব্দুল মোতালিব ওরফে জারু মিয়ার ছেলে নিহত আব্দুস সালেকের শিশুপুত্র হানিফের সঙ্গে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের অন্য শিশুদের ঝগড়া হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে রহিমপুর গ্রামের জসিম মেম্বার ও মহসিনের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সালেকের ওপর হামলা চালায়। হাসপাতালে নেয়ার পথে দ্বিতীয় দফা হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালেকের মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে রাজন, পারভেজ, ইয়াসিন, বিল্লাল, সুবল, রানা, রেশেম, নাজমাসহ আরও কয়েকজন আহত হয়েছে। তাদের জেলা সদর ও করিমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। আটক তিনজন আহত হওয়ায় তাদের পুলিশ প্রহরায় করিমগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শৈলকুপায় ঈদে নামাজ পড়া নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ জুন ॥ শৈলকুপায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মনিরুল ইসলাম (৪৭) মারা গেছে। শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার মধ্যরাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে এলাকায় সামাজিক আধিপত্য নিয়ে শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের বর্তমান ইউপি মেম্বর নজরুল ইসলাম ও সাবেক ইউপি মেম্বর আনোয়ার হোসেন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঈদ-উল-ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। সংঘর্ষে আহত মনিরুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল মারা যায়। মনিরুলের মৃত্যুর খবর আসলে বড়দাহ গ্রামের দু’পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক এমপি ও সাবেক কাস্টমস কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রায় দুই কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মংলা কাস্টমস কর্তৃপক্ষের সাবেক কমিশনার নুরুল ইসলাম ও নাটোর-১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম আবু তালহার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বাদী হয়ে নগরীর খালিশপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলার বাদী জানান, আমদানীকারক সাবেক এমপি এম আবু তালহা ২০০৫ সালের অক্টোবর মাস থেকে ২০০৬ সালের জুলাই মাসের মধ্যে বিদেশ থেকে বিভিন্ন প্রকার প্রসাধনী ও বিপুল মাদকদ্রব্য (বিয়ার) আমদানি করেন। আমদানিকৃত মাদকদ্রব্য জাহাজের ক্রুদের মধ্যে বিক্রি করার কথা থাকলেও তা না করে বাইরে বিক্রি করেন। যার রাজস্বের পরিমাণ দাঁড়ায় এক কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৩৬০ টাকা। কিন্তু পারস্পরিক যোগসাজশে মংলা কাস্টমসের সাবেক কমিশনার নুরুল ইসলাম ওই রাজস্ব কমিয়ে মাত্র দুই লাখ টাকা করেন। এ বিষয়ে মংলা কাস্টমস কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনেও রাজস্বের পরিমাণ হয় এক কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৩৬০ টাকা। কামারখন্দে সংঘর্ষে আহত আরও এক জনের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার কামারখন্দ উপজেলার পাইকোশা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিপন (২০) নামে আরও এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিপন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
×