ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা ॥ মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুন ২০১৭

মাগুরায় আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা ॥ মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা মাগুরা, ২৯ জুন ॥ সন্ত্রাসী হামলায় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান (৫০) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মাগুরা কোর্টে আসার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা সমাবেশ ও মানববন্ধন করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ দু’জনকে আটক করেছে। এরই জেরে দুপুরে জেলার বিনোদপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজান শিকদারের বাড়ি ও দুটি গুদাম পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। তারা মাগুরা-মহম্মদপুর সড়কে আগুন জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস আগুন আয়ত্তে আনে । জানা গেছে, আব্দুল মান্নান সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে মাগুরা কোর্টে আসার সময় তল্লাবাড়িয়া একটি বাস তাকে ব্যারিকেড দেয়। এরপর ৫/৬ জন তার ওপর হামলা করে ও তাকে মারপিট করে আহত করে। এ্যাডভোকেট আব্দুল মান্নান অভিযোগ করেন, স্থানীয় একটি গোলযোগ ঠেকানের কারনে তার ওপর এ হামলা চালায়। হামলার খবর মাগুরার পৌঁছালে মাগুরা জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা দুপুরে সমিতির মিলনায়তনে এক জরুরী সভা আহ্বান করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম মোহন, আব্দুল মজিদ, আব্দুর রশিদ, হাসান সিরাজ সুজা, মশিয়ার রহমান, আবু আইয়ুব বিশ্বাস প্রমুখ। এরপর আইনজীবীরা বার ভবনের সামনের সড়কে মানববন্ধন করেন। তারা দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান। কুমিল্লায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ জুন ॥ পানিতে ডুবে নওরীন আক্তার ও মোজাম্মেল হক নবিন নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন। জানা যায়, ঝিকড্ডা গ্রামের বড়বাড়ির মৃত মাহবুল হক খসরুর মেয়ে নওরীন আক্তার (৯) ও মনিরুল হক নবীর ছেলে মোজাম্মেল হক নবিন (৭) বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন তাদের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নওরীন ও নবিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে দু’জনের লাশ উদ্ধার করে। বরিশালে শিশু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার আগৈলঝাড়া উপজেলার বসু-া গ্রামে বৃহস্পতিবার সকালে খেলার ছলে পানিতে ডুবে তিন বছরের শিশুপুত্র সায়েম মোল্লা মারা গেছে। সে ওই গ্রামের শাহাদাত মোল্লার পুত্র। জানা গেছে, খেলার ছলে বাড়ির সবার অজান্তে শিশু সায়েম বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় সায়েমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
×