ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে ছুরিকাঘাতে দুই যুবক খুন

প্রকাশিত: ০৪:০৬, ৩০ জুন ২০১৭

সিলেটে ছুরিকাঘাতে দুই যুবক খুন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাটে বুধবার রাতে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছে। উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর টাওয়ারের সামনে ছুরিকাঘাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম (৩৫) গোয়াইনঘাট উপজেলার বড়গোছা গ্রামের আব্দুল জলিলের ছেলে । জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাত ৯টার দিকে কে বা কারা নুরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত নুরুলকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার দোকান পয়েন্টে ছুরিকাঘাতে আরেক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লাখেরপাড় গ্রামের মোস্তফা মিয়ার ছেলে দিলদার আহমদ (২৫)। শরীয়তপুরে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম সুবচনী গ্রামে বৃহস্পতিবার ভোরে যৌতুক না দেয়ায় দুই সন্তানের জননীকে শ^াসরোধ করে হত্যার পর ঘরের পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়ি পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের ভাই আলী আজগর ঘরামী জানান, রুদ্রকর ইউনিয়নের পূর্ব চররোসুন্দি গ্রামের আঃ রব সরদারের ছেলে ফরিদ সরদারের সঙ্গে ৭/৮ বছর আগে তার বোন রেশমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে তারিকুল ও ফারিয়া নামে দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই ফরিদ সরদার স্ত্রী রেশমাকে যৌতুকের জন্য মারপিট করতেন। ইতোমধ্যে ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার দেয়া হয়। এর পরও ফরিদ ক্ষ্যান্ত হয়নি। বৃহস্পতিবার ভোরে যৌতুকের টাকা দেয়া নিয়ে ফরিদের সঙ্গে রেশমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদ রেশমাকে বাঁশবাগানে নিয়ে বেদম মারপিট করে এবং ঘটনাস্থলেই রেশমা মারা যায়। উপায়ান্ত না দেখে ফরিদ সরদার ও তার বাবা আঃ রব সরদার, মা চানভানু বেগম মিলে নিহত রেশমার লাশ ঘরের পাশে একটি কাঁঠালগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। রেশমার বাবা জুলহাস ঘরামী বলেন, যৌতুকের জন্য আমার মেয়েকে তার স্বামী ফরিদ সরদার এবং তার বাবা-মা মিলে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। গাজীপুরে দুই যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, পৃথক ঘটনায় নিহত এক প্রবাসীসহ দু’যুবকের ঝুলন্ত লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো-গাজীপুর সিটি কর্পোরেশনের বাঙ্গালগাছ এলাকার জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার দিবুন গ্রামের রেজাউল করিমের ছেলে রতন মিয়া (২৩)। পুলিশ ও নিহতের বাবা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাঙ্গালগাছ এলাকার জাকির হোসেন দুবাইতে চাকরি করে। প্রায় তিন মাস আগে ছুটি নিয়ে সে বাড়ি আসে। তাকে বিয়ে দেয়ার প্রস্তুতিও নেয়া হয়েছিল। জাকির প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয় বাড়ির লোকজন। এ সময় তারা গলায় গামছা দিয়ে সিলিংফ্যানের সঙ্গে জাকির হোসেনের লাশ ঝুলতে দেখতে পায়। এদিকে, শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রতন মিয়া স্থানীয় ব্লু-প্লানেট নামের ডায়িং কারখানায় প্রিন্টিং অপারেটর পদে চাকরি করে। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ ঘরের ধর্ণার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো রতনের লাশ উদ্ধার করে। চট্টগ্রামে দুই যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট থেকে আসা একটি ট্রেনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে আরেক যুবকের লাশ। বৃহস্পতিবার সকালে এবং বুধবার রাতে এ দুটি ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার ভোরে ডিসি রোড এলাকায় একটি ভবনের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত যুবকের নাম নুরুল ইসলাম ইমন (২৩)। তার পিতার নাম মোঃ জানে আলম। সে পাইপ ফিটারের কাজ করত। তবে এলাকায় চুরিসহ নানা অপরাধমূলক কর্মকা-ের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য চারতলা একটি ভবনের ছাদ থেকে আরেকটি ভবনে যাওয়ার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার পা ভাঙ্গা এবং মাথার পেছনের দিক থেতলানো অবস্থায় পাওয়া গেছে। এদিকে, সিলেট থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসা ট্রেন উদয়ন এক্সপ্রেসের ছাদে পাওয়া গেছে শিপন (২৫) নামের অপর এক যুবকের লাশ। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মরদেহটি পাওয়া যায়। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে বলে জানা গেছে। অভিভাবকরা নিশ্চিত করেছেন যে, ইমন রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশের ধারণা, চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় কোন কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নেত্রকোনায় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলা শহরের পারলা এলাকায় মগড়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫। নাফ নদীতে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, নাফ নদীতে নৌকা ভ্রমণে ডুবে নিখোঁজ হওয়া অপর ২ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়াস্থ নাফ নদীর মোহনা থেকে লাশ দুটি উদ্ধার করেছে কোস্টগার্ড। টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া দুই কিশোর হচ্ছে- টেকনাফ সদর উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের পুত্র সাদ্দাম হোসেন ও আনোয়ার ইসলামের পুত্র আনোয়ার সাদেক আয়ুব। এর আগে বুধবার এ ঘটনায় নিখোঁজ টেকনাফ পৌরসভার ইসলাবাদের ছব্বির আহমেদ প্রকাশ মনু মিয়ার পুত্র আমিনের লাশ উদ্ধার করা হয়।
×