ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাউফলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:০৫, ৩০ জুন ২০১৭

বাউফলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ জুন ॥ বাউফলের চন্দ্রদ্বিপ ইউনিয়নের চরমিয়াজান এলাকায় বুধবার রাতে কামাল হোসেন সিকদার নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে তিনি এ ঘটনার শিকার হন। ওই নারীর স্বামী অভিযোগ করেন, ইউপি সদস্য কামাল হোসেন দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন রাত নয়টার দিকে তিনি ঘরে ঢুকে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে তার স্ত্রী রাজি না হওয়ায় ইউপি সদস্য কামাল তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করলে চিৎকারে লোকজন এসে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ওই রাতেই আহত ইউপি সদস্যকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করায় এবং বৃহস্পতিবার দুপুরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৯ জুন ॥ মাধবপুর এ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এসএসসি ২০১৭ সালে জিপিএ ৫ প্রাপ্ত ৮৩ শিক্ষার্থী ও ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। ত্রাণ সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৯ জুন ॥ ভারিবর্ষণ ও পাহাড়ী ঢলে পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রায় ৩০ পরিবারের মাঝে টাকা ও চাল বিতরণ করা হয়। সাম্প্রতিক সময়ে ভারিবর্ষণ ও পাহাড়ী ঢলে উপজেলার ভাটিখাইনের স্ট্রিল ব্রিজ এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে পুরো গ্রাম প্লাবিত হয়ে এলাকার লোকজনের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
×