ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণধোলাইয়ের পর হাজী সাহেব শ্রীঘরে

প্রকাশিত: ০৪:০৩, ৩০ জুন ২০১৭

গণধোলাইয়ের পর হাজী সাহেব শ্রীঘরে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুন ॥ নিয়ামতপুরে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়লো এলাকার কুখ্যাত লম্পট আলহাজ মোঃ আবুল কালাম আজাদ। লম্পট আবুল কালাম আজাদ গত ৪ বছর আগে প্রতিবেশী এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে ধরা পড়ে। বিষয়টি স্থানীয়ভাবে আপোস করে ভবিষ্যতে এ রকম যাতে আর না করে তার জন্য সাবধান করে দেয়া হয়। পরে তাকে ভাল করার জন্য পরিবার থেকে ২০১৫ সালে পবিত্র হজ পালন করানো হয়। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। ‘চোরা না শোনে ধর্মের কাহিনী’। বরং দিনের পর দিন তার লাম্পট্যের পরিমাণ বেড়েই চলেছে বলে এলাকাবাসী জানিয়েছে। জানা গেছে, নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের প্রত্যন্ত চকরামনগর গ্র্রামের মৃত-নবীউল্লাহর ছেলে আবুল কালাম আজাদ বুধবার বিকেলে এক গরিব প্রতিবেশীর নির্জন বাড়িতে ঢুকে তার যুবতী স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে লম্পট আবুল কালাম আজাদকে আটক করে এবং তাকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম (বুলু) উপস্থিত হয়ে গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করে গ্রাম পুলিশের মাধ্যমে তাকে নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়। ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, অনৈতিক কার্যকলাপের সময় সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ইউপি সদস্য আলতাফুর রহমান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভীনকে জনতা হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে আটককৃতদের এক নজর দেখার জন্য শতশত মানুষের সমাগম হয়। বৃহস্পতিবার ভোরে একটি ঘরে অবৈধভাবে মেলামেশার সময় এলাকার জনগণ তাদের আটক করে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে তুলে দেন। পরে চেয়ারম্যান তাদের পুলিশে দেন। পরে এলাকার জনগণ ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে আলতাফুর ও রিনাকে তুলে দেয়। ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলাম বলেন, ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করলে জনগণের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তাই বিষয়টি মীমাংসার জন্য আমি আটককৃতদের পুলিশের হাতে তুলে দেই।
×