ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় ২৫ গ্রাম পানিতে ভাসছে

প্রকাশিত: ০৪:০৩, ৩০ জুন ২০১৭

কুতুবদিয়ায় ২৫ গ্রাম পানিতে ভাসছে

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, কক্সবাজার, ২৯ জুন ॥ দ্বীপ কুতুবদিয়ার উত্তর ধুরুংয়ের ২৫ গ্রামে রীতিমতো চলছে সামুদ্রিক জোয়ার-ভাটা। ফলে ঠাঁই নেই কোথাও মাথাগোঁজার। পরিবেশ নেই রান্নাবান্না ও চলাচলের। যেদিকে থাকাই শুধু পানি আর পানি। এক গ্রাম থেকে অপর গ্রামের একমাত্র ‘ভেলাই’ যাতায়াত বাহন। লোকালয়ে নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করেছে বহু ফিশিংবোট। সরেজমিনে গিয়ে দেখা গেছে ৪ পয়েন্টে বেড়িবাঁধ না থাকায় ‘ঘূর্ণিঝড় মোরার’ পর থেকে নোনা পানিতে সয়লাব থাকায় স্বাভাবিক ঈদের আনন্দ থেকে বঞ্চিত প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ। উত্তর ধুরুংয়ের কাইচারপাড়া থেকে ‘পশ্চিম চরধুরুংয়ের প্রায় ২ কি.মি., আলী আকবর ডেইলের দক্ষিণ-পশ্চিম তাবালেরচরে ৩ থেকে ৪ চেইন, আনিচের ডেইলে ৪ থেকে ৫ চেইন ও বায়ু বিদ্যুত এলাকায় ৫ থেকে ৬ চেইন বেড়িবাঁধের ভয়াবহ ভাঙ্গন। গেল বছরের ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ পরবর্তী বেড়িবাঁধ সংস্কারে বরাদ্দকৃত ৫ কোটি টাকার কাজ ঠিকমতো করলেও এ দুর্যোগের সৃষ্টি হতো না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলাকার কয়েকজন। প্লাবিত গ্রামসমূহ হচ্ছে উত্তর ধুরুংয়ের পশ্চিম চরধুরুং, কাইছারপাড়া, ফরিজ্যারপাড়া, ওয়াইজারপাড়া, জমিরবাপেরপাড়া, চুল্লারপাড়া, আজম উদ্দিন সিকদারপাড়া, মিয়ারাকাটা, কালারমারপাড়া, মসজিদপাড়া, পুড়ারপাড়া, আমিরাপাড়া, উত্তর নাথপাড়া, নয়াকাটা, চাইন্দারপাড়া, আইক্যারপাড়া, চাটিপাড়া, পূর্বচর ধুরুং, মনচুরআলী হাজীপাড়া, মনু সিকদারপাড়া, নজুবাপেরপাড়া, ফয়জানিপাড়া, আলী আকবর ডেইলের ‘আনিচের ডেইল ও দক্ষিণ-পশ্চিম তাবালেরচর। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, বর্ষা মৌসুম শুরু না হতেই বিক্ষুব্ধ সাগরের উত্তাল ঢেউ কুয়াকাটা সৈকতের বেলভূমে কয়েক দফা তা-ব চালিয়েছে। অন্তত ১০ ফুট প্রশস্ত সৈকত গিলে খেয়েছে সাগর। দুই/তিন দফা অস্বাভাবিক জোয়ারের চার/পাঁচ ঘণ্টার তা-বে সৈকতে যাওয়ার একমাত্র সড়কটির অগ্রভাগের অনেকাংশ বিলীন হয়ে গেছে। বীচ লাগোয়া শত শত গাছপালা উপড়ে গেছে ঢেউয়ের তোড়ে। গাছগুলো উপড়ে পড়ে আছে সৈকতের বেলাভূমে। অবস্থা এমন হয়েছে যে, জোয়ারের সময় আর ওয়াকিং জোন থাকে না। নদীর পাড়ের মতো ঢেউ তীব্র আঘাত করে। বেলাভূমি ধুয়ে যাচ্ছে।
×