ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে ট্রেনের টিকেট কালোবাজারে

প্রকাশিত: ০৪:০৩, ৩০ জুন ২০১৭

জামালপুরে ট্রেনের টিকেট কালোবাজারে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ জুন ॥ রেল স্টেশনে চারটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারিদের হাতে চলে যাওয়ায় ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীরা স্টেশনের বুকিং কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে কোন টিকেট পাচ্ছেন না। স্টেশনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বুকিং কাউন্টারের বাইরে কালোবাজারিরা কয়েকগুণ চড়া দামে টিকেট বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামালপুর স্টেশন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং তারাকান্দি-জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে আন্তঃনগর যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেস টেন চলাচল করে। এই চারটি ট্রেনের মোট জামালপুরের জন্য আসন রয়েছে ৬১১টি। এর মধ্যে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত ৪৫টি, শীতাতপনিয়ন্ত্রিত ক্যাবিন ১২টি, সাধারণ ক্যাবিন ১৫টি এবং শোভন চেয়ারের আসন রয়েছে ১২০টি। আর বাকি তিনটি আন্তঃনগর ট্রেনে প্রথম শ্রেণী ৬৯, শোভন চেয়ার ১৫০টি, সাধারণ ক্যাবিন ৩০টি ও সাধারণ শোভন শ্রেণী ১৭০টি আসন রয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে একটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে। স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল আটটায় স্টেশনের টিকেট বুকিং কাউন্টারের কম্পিউটার চালু করে টানা রাত ১০টা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করার নিয়ম রয়েছে। ট্রেনযাত্রীরা টিকেট কিনতে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বুকিং কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কোন টিকেট পান না। সকাল আটটায় বুকিং কাউন্টারের কম্পিউটার চালু করার সের্বোচ্চ ৩০ মিনিটের পর টিকেট শেষ হয়ে যায়। এত অল্প সময়ের মধ্যেই এই চারটি আন্তঃনগর ট্রেনের সর্বমোট ৬১১টি আসনের টিকেট কিভাবে শেষ হয়ে যায়, এটাই প্রশ্ন সাধারণ যাত্রীদের। স্থানীয়রা অভিযোগ করেছেন, জামালপুর রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারিদের একটিচক্র স্টেশন কর্তৃপক্ষের যোগসাজশে আন্তঃনগর ট্রেনের টিকেটের একটা বড় অংশ তারাই কিনে নেয়। অভিযোগ রয়েছে, জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা শামসুল আলমের প্রত্যক্ষ ছত্রছায়ায় টিকেট কালোবাজারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে জামালপুর রেলওয়ে স্টেশনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও রেলওয়ে থানা পুলিশের কঠোর নিরাপত্তা ছাপিয়ে থেমে নেই টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে স্টেশনের বুকিং কাউন্টারের সামনে গিয়ে দেখা গেছে, টিকিটের জন্য উপচেপড়া যাত্রীদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা টিকেটের জন্য অপেক্ষা করছিলেন। বুকিং কাউন্টারের সামনেই টিকেট কালোবাজারিরা প্রকাশ্যে কয়েকগুণ চড়া দামে বিক্রি করছে। কালোবাজারিদের কাছ থেকে একটি ১৯০ টাকার শোভন চেয়ার আসনের টিকেট ৬০০ টাকায়, ৩৬৮ টাকার এসি আসনের টিকেট ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায়, ২৫৫ টাকার প্রথম শ্রেণী আসনের টিকেট ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছে।
×