ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অভ্যুত্থান চেষ্টা

প্রতিরোধের অঙ্গীকার প্রেসিডেন্ট মাদুরোর

প্রকাশিত: ০৪:০২, ৩০ জুন ২০১৭

প্রতিরোধের অঙ্গীকার প্রেসিডেন্ট মাদুরোর

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার অভ্যুত্থান চেষ্টা বন্ধ করার অঙ্গীকার করেছেন। হেলিকপ্টার থেকে সুপ্রীমকোর্টের ওপর গ্রেনেড হামলার পর তিনি এ অঙ্গীকার করেন। যদিও বিরোধীরা ও বিশেষজ্ঞরা হেলিকপ্টার থেকে গ্রেনেড হামলাকে ধোঁকা বলে অভিহিত করেছেন। এএফপি। হামলার পর সামরিক বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। সহিংসতার সম্ভাব্য নাটকীয়তায় দেশটিতে এখন উত্তেজনা বিরাজ করছে। মাদুরোর বিরুদ্ধে তিন মাসের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। বিচারের মুখে ব্লগার রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর দায়ে ‘মাদার মাশরুম’ নামে পরিচিত ভিয়েতনামের এক ব্লগারের বিচার শুরু হয়েছে। তার আসল নাম নগুয়েন হো গুক কুইনহ। কমিউনিস্ট শাসিত দেশটিতে সরকারের রাজনৈতিক ও পরিবেশ নীতি নিয়ে তিনি সবসময়ই সমালোচনামুখর ছিলেন। তাকে তার আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ তার মুক্তি দাবি করেছে। -ডেইলি মেইল সুহাসিনী সাংবাদিক আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকারের সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইরিশ রেডিও আরটিই’র ওয়াশিংটন প্রতিনিধি কাইট্রিওনা পেরি সেখানে ছিলেন ফোনালাপ কভার করার জন্য। তার সহাস্য মুখ দেখে মুগ্ধ হয়ে পড়েন ট্রাম্প। যে কারণে আইরিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপে ছেদ পড়ে। ট্রাম্প বলেই বসেন, ‘আমাদের এখানে একজন আইরিশ সাংবাদিক আছেন যার হাসি খুব সুন্দর’। -টেলিগ্রাফ
×