ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গো-ভক্তির নামে মানুষ হত্যা মেনে নেয়া যায় না ॥ মোদি

প্রকাশিত: ০৪:০১, ৩০ জুন ২০১৭

গো-ভক্তির নামে মানুষ হত্যা মেনে নেয়া যায় না ॥ মোদি

ভারতে গরুর প্রতি ভক্তি দেখাতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যেভাবে গণপিটুনি থেকে হত্যার শিকার হচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সবরমতী শতবার্ষিকী উদযাপনের সূচনা করতে গিয়ে তিনি বলেন, ‘গো-ভক্তির নামে মানুষকে হত্যা করা মেনে নেয়া যায় না। মহাত্মা গান্ধী কখনই একে সমর্থন করতেন না।’ গো-রক্ষার নামে বা গোমাংস বিতর্ককে কেন্দ্র করে সারাদেশেই একের পর হিংসাত্মক ঘটনা সামনে আসছে। প্রায় প্রতিটি ঘটনায় বিজেপির বা কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নাম সামনে আসছে। এ বিষয়ে মোদির নীরব থাকায় সমালোচনা উঠেছিল। আনন্দবাজার পত্রিকা। গান্ধীর সবরমতী আশ্রম প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপনের জন্য বিশেষ কর্মসূচী আয়োজন করা হয় গুজরাটে। মোদি বৃহস্পতিবার সেখানে নিজের ভাষণে তিনি গান্ধীর অহিংসা নীতির পক্ষেই নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘গো-রক্ষার অর্থ কি একজন মানুষকে খুন করা, কখনই নয়। অহিংসাই আমাদের জীবনের পথ।’ গো-সম্পদ রক্ষার জন্য হিংসাত্মক পথ নেয়ার প্রয়োজন পড়ে না বলে তিনি এদিন বার্তা দিলেন। গান্ধীর জীবনদর্শন স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘গো-রক্ষার কথা মহাত্মা গান্ধী বিনোবাভাবের চেয়ে বেশি আর কেউ বলেননি।’ সম্প্রতি হরিয়ানা এবং ঝাড়খ-ে গো-রক্ষার নামে সদ্য দু’টি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। তা নিয়ে গোটা দেশে গো-রক্ষা বিতর্ক ফের তুঙ্গে। ‘নট ইন মাই নেম’-এর ডাকে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। এবার প্রধানমন্ত্রী নিজেও মুখ খুললেন। গো-রক্ষার নামে কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে তিনি জানান।
×