ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ ইসলাম ॥ ঈদ-উল-ফিতর উত্তর ভাবনা

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ জুন ২০১৭

প্রসঙ্গ ইসলাম ॥ ঈদ-উল-ফিতর উত্তর ভাবনা

প্রথম ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছিল মক্কা মুকার্রমা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের মদীনা মনওয়ারায় হজরত করে আসার দুই বছর পরে দ্বিতীয় হিজরীর ১ শাওয়াল তারিখে মসজিদুন নববীর দক্ষিণ-পশ্চিমে ৩৬০ মিটার দূরে অবস্থিত খোলা ময়দানে। বর্তমানে সেখানে মসজিদে গামামা রয়েছে। সেখানে কয়েক হাজার সাহাবী অংশগ্রহণ করেছিলেন। মহিলা সাহাবীগণের অংশগ্রহণও লক্ষণীয় ছিল। ঈদের ময়দানে যাবার সময় তিনি বলছিলেন: আল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ। তিনি পৌঁছেই ঈদ-উল-ফিতরের দুই রাকআত ওয়াজেব সালাতের ইমামতি করার পর মুকতাদির দিকে মুখ করে খুতবা দিলেন। তারপর মহিলাদের কাছে গেলেন এবং সেখানে জিহাদের ফযীলত সম্পর্কে খুতবা দিলেন। মহিলাগণ তাদের দেহে থাকা অলঙ্কারাদি খুলে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তা’আলা আনহুর হাতে ধরা চাদরে একে একে সাদাকাস্বরূপ প্রদান করলেন। যে পথ দিয়ে তিনি গিয়েছিলেন ফিরলেন অন্যপথে। তিনি ঈদের ময়দানে রওনা হবার প্রাক্কালে কয়েক ডোল পানি দিয়ে ভালভাবে গোসল করে সুন্দর পোশাক পরে চোখে সুরমা লাগিয়ে আতর মেখে ৩টা খেজুর খেয়েছিলেন। প্রথম সেই ঈদের ১৩ দিন পূর্বে ১৭ রমাদান মদীনা থেকে ৮০ মাইল দূরে অবস্থিত বদর প্রান্তরে মক্কার কাফিরদের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সেনাপতিত্বে যুদ্ধ সংঘটিত হয়। মাত্র ৩১৩ জন সাহাবী সমন্বয়ে গঠিত ছিল সৈন্যবাহিনী আর মুশরিক বাহিনীতে ছিল সহস্রাধিক। এই যুদ্ধে ইসলামের বিজয় সাধিত হয়। বিজয়ের আনন্দ নিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম মদীনা ফিরে ২৪ রমাদান হযরত আলী ফরমাল্লাহু ওয়াজইর সঙ্গে হযরত ফাতিমাতুয যাহরা রাদিআল্লাহু তায়ালা আনহার শাদী সম্পন্ন করলেন। এর কয়েকদিন পরে বিজয়ের আনন্দে উদিত হলো প্রথম ঈদ-উল-ফিতরের চাঁদ। মক্কা মুকাররমায় প্রথম ঈদ-উল-ফিতর উদযাপিত হয় ৬৩০ খ্রিস্টাব্দে মুতাবিক ৮ হিজরীতে মক্কা বিজয়ের ৯ দিন পরে। কা’বা শরীফ চত্বরে ঈদের সালাতের বিশাল জামায়াতে ইমামতি করেন তিনি। আল্লাহু আকবর তকবীরে মুখরিত হয় মক্কা মুকাররমা। যেখানেই ইসলাম গিয়েছে সেখানেই ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। বাংলাদেশে ৬৪০ খ্রিস্টাব্দ নাগাদ প্রথম ঈদ-উল-ফিতর উদযাপিত হয় উপকূলীয় এলাকায়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে ঈদ-উল-ফিতর উদ্দীপ্ত হয়েছে এভাবে : ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ। লেখক : পীর সাহেব দ্বারিয়াপুর শরীফ জাতীয় উপদেষ্টা ইনস্টিটিউট অব হযরত মুহম্মদ (সা:) সাবেক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
×