ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত ১ আহত ১০

প্রকাশিত: ০১:৪২, ২৯ জুন ২০১৭

করিমগঞ্জে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত ১ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জে ছোটদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুস সালেক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল রহিমপুর কোনাবাড়ি কদমতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দুদিন আগে রহিমপুর গ্রামের আব্দুল মোতালিব ওরফে জারু মিয়ার ছেলে নিহত আব্দুস সালেকের শিশুপুত্র হানিফের সঙ্গে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের অন্য শিশুদের ঝগড়া হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে রহিমপুর গ্রামের জসিম মেম্বার ও মহসিনের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সালেকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় অটোরিকশায় হাসপাতালে নেয়ার পথে দ্বিতীয় দফা হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালেকের মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে রাজন, পারভেজ, ইয়াসিন, বিল্লাল, সুবল, রানা, রেশেম, নাজমাসহ আরও কয়েকজন আহত হয়েছে। তাদের জেলা সদর ও করিমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করাসহ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। আটক তিনজন আহত হওয়ায় তাদের পুলিশ প্রহরায় করিমগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ওসি জানিয়েছেন।
×