ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মতিঝিল বাস ও সিএনজির সংঘর্ষে চালক নিহত ॥ আহত ৪

প্রকাশিত: ০০:৩৬, ২৯ জুন ২০১৭

মতিঝিল বাস ও সিএনজির সংঘর্ষে চালক নিহত ॥ আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল জিরো পয়েন্ট মোড় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হয়েছে। এতে জামাল হোসেন (২৪) নামে সিএনজি চালকের মৃত্যু হয়েছেন। এতে সিএনজির চার যাত্রী আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, ওসমান আলী (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩০), মুফতি হাবিবুল্লাহ (৪০) ও জামাল হোসেন (৬০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ বাস ও চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টার আবদুল খালেক জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মতিঝিল জিরো পয়েন্ট মোড়ে সাভার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজি চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহতরা সিএনজি যাত্রী ছিলেন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
×