ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদে পরিকল্পনা মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী দারিদ্র্য দূরীকরণের অন্যতম হাতিয়ার

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ জুন ২০১৭

সংসদে পরিকল্পনা মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী দারিদ্র্য দূরীকরণের অন্যতম হাতিয়ার

সংসদ রিপোর্টার ॥ পরিকল্পনা মস্ত্রী আ ফ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে সরকার দারিদ্র্য দূরীকরণের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করে। এর মাধ্যমে সরকার এই জনগোষ্ঠীকে রক্ষার চেষ্টা করছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকার দলীয় সদস্য মোঃ সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বাংলাদেশ সরকার দারিদ্র্য ও অসমতা দূরীকরণ ও মানসম্পদ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। চরম দরিদ্র জনগণের জীবনের ঝুঁকিগুলো মোকাবেলার মাধ্যমে তাদের চরম দারিদ্র্যের বলয় থেকে মুক্ত করা। দারিদ্র্য হ্রাসে গ্রামীণ অর্থনীতিতে অর্জিত গতিশীলতা এবং হতদরিদ্রদের জন্য টেকসই নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা, অতি দরিদ্র ও দুঃস্থদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর), জিআর ছাড়াও সরকার উদ্ভাবিত একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ, গ্রহায়ন, আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম, ঘরে ফেরা প্রভৃতি কর্মসূচীর পাশাপাশি ওএমএস, ফেয়ার প্রাইস কার্ড, ভিজিডি, বিধবা স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তা, চর জীবিকায়নসহ প্রভৃতি কর্মসূচীর বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।
×