ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবি সদস্য সুমনের লাশ হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত: ০৮:৪৫, ২৯ জুন ২০১৭

বিজিবি সদস্য সুমনের লাশ হস্তান্তর করল বিএসএফ

বিডিনিউজ ॥ চোরাকারবারিদের ধরতে গিয়ে তিস্তায় ডুবে মারা যাওয়া বিজিবি সদস্য সুমন হাওলাদারের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ কথা জানান। ল্যান্স নায়েক সুমন হাওলাদার রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য হলেও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত ছিলেন। সুমনের বাড়ি হবিগঞ্জের আটঘরিয়া গ্রামে। সোমবার গভীর রাতে স্পীডবোটে পাটগ্রাম উপজেলার তিস্তা নদীতে টহল দিচ্ছিলেন বিজিবির ল্যান্স নায়েক সুমন হাওলাদারসহ চার সদস্য। নৌকায় করে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন সুমন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে দহগ্রাম এলাকায় তিস্তা নদীতে ভারতীয় অংশ থেকে বিএসএফ অরুণ ক্যাম্পের সদস্যরা সুমনের লাশ উদ্ধার করে।
×