ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাগারে ঈদের জামাতে যাননি সাঈদী ও বাবর

প্রকাশিত: ০৮:৪৪, ২৯ জুন ২০১৭

কারাগারে ঈদের জামাতে যাননি সাঈদী ও বাবর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ বন্দী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ঈদ-উল ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য উপস্থিত হননি। কারা কর্তৃপক্ষকে আগে থেকে জামাতে অংশগ্রহণ করবেন না এমন কিছুও জানাননি তারা। এদিন ‘অজ্ঞাত কারণে’ জামাতে অংশগ্রহণ না করে দুজনেই আলাদা আলাদা করে নামাজ আদায় করেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, এ কারাগারে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং এমপি রানা ও ডেসটিনির মালিক মোঃ হোসেনসহ প্রায় এক হাজারের মতো বন্দী রয়েছে। তাদের মধ্যে ৮০ জনের মতো ফাঁসির দ-প্রাপ্ত আসামিও রয়েছেন। এখানে ঈদের দিন বন্দীদের ঈদের নামাজ আদায় করার জন্য আলাদাভাবে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের অনেক বন্দীই ঈদের নামাজের জামাতে অংশ নিলেও সাঈদী ও বাবর ঈদের জামাতে শরিক হননি। তবে ঠিক কি কারণে এদিন তারা জামাতে অংশগ্রহণ করেননি সে সম্পর্কে কিছু জানাতে পারেননি কেউই।
×