ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে কোন নীল নক্সা হলে জনগণ প্রতিহত করবে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ জুন ২০১৭

নির্বাচন নিয়ে কোন নীল নক্সা হলে জনগণ প্রতিহত করবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন নীল নক্সা হলে জনগণ তা প্রতিহত করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের স্বপ্ন ভুলতে হবে। আগের দিন মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুবিধাজনক সময়ে সহায়ক সরকারের দাবিতে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন। রিজভী বলেন, এখনও সময় আছে, সরকারের শুভ বুদ্ধির উদয় হোকÑ এটা আমরা কামনা করি। একটি শান্তিপূর্ণ নির্বাচনে যাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে, এটা আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার অধীনেই সহায়ক সরকার হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন, তাতে দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেয়ার ইঙ্গিত দেখছে বিএনপি। কারণ শেখ হাসিনার অধীনে যদি সহায়ক সরকার হয় তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে একতরফাভাবে নৌকা মার্কার প্রার্থীদের জন্য সহায়ক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা এম এ মালেক, মীর সরফত আলী সপু, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, কাজী আবুল বাশার প্রমুখ।
×