ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় আজ আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ জুন ২০১৭

দুর্নীতি মামলায় আজ আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচার চলছে। ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মোঃ আখতারুজ্জামান দুর্নীতি মামলা দুটির শুনানি গ্রহণ করছেন। সানাউল্লাহ মিয়া জানান, আদালতে হাজির হওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সন বাসা থেকে বের হবেন। এর আগে গত ২২ জুনও আদালতে হাজিরা দিয়েছিলেন খালেদা জিয়া। ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল। এই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদের পুনঃ জেরা ওই দিন শেষ না হওয়ায় ফের তাকে জেরা করার দিন ধার্য করে আদালত। অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্যও একই দিন ধার্য করে আদালত। অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ ও ২০১০ সালে মামলা দুটি দায়ের করে দুদক। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে দুই মামলাতেই বিএনপি নেত্রীর আত্মপক্ষ সমর্থনের শুনানি কয়েক দফা পেছানো হয়। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মামলা করা হয়। এ মামলায় অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
×