ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০০ কোটিতে ফেসবুক

প্রকাশিত: ০৫:১৪, ২৯ জুন ২০১৭

২০০ কোটিতে ফেসবুক

পৃথিবীর মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি এখন নিয়মিতভাবে ফেসবুক ব্যবহার করছেন। ফেসবুক ইনকর্পোরেটেড জানিয়েছে, এখন ২০০ কোটি ব্যবহারকারী নিয়মিত ফেসবুক ব্যবহার করছে। ফেসবুকে দেয়া এক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই পথচলায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন বিশ্বের যে কোন দেশের জনসংখ্যার চেয়ে বেশি, আর বিশ্বের সাতটি মহাদেশের মধ্যে ছয়টির যে কোনটির জনসংখ্যার চেয়েও বেশি। বর্তমান মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক অথবা ম্যাসেঞ্জারে যুক্ত এমন অন্তত দুই শ’ কোটি নিবন্ধিত ব্যবহারকারী আছে, যারা মাসে অন্তত একবার মাধ্যমটি ব্যবহার করেন। -ইয়াহু নিউজ
×