ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ থাকায় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ ছিল না

প্রকাশিত: ০৫:১২, ২৯ জুন ২০১৭

বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ থাকায় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ ছিল না

স্টাফ রিপোর্টার ॥ রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ থাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে আজ থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হলে সঙ্কট কেটে যাওয়ার আশা করা হচ্ছে। দৈনিক গ্যাস উৎপাদিত ২ হাজার ৭৫৪ মিলিয়ন ঘনফুটের মধ্যে বিবিয়ানা এককভাবে সরবরাহ করে এক হাজার ২৪০ মিলিয়ন ঘনফুট। সঙ্গত কারণে বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ হলে চোখে পড়ার মতো সঙ্কট তৈরি হয়। জ্বালানি বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সরবরাহ বন্ধ রয়েছে। নিয়মিত সংরক্ষণের আওতায় শেভরন বাংলাদেশ গ্যাসক্ষেত্রটি বন্ধ করেছে। তবে সিএনজিতে সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুতে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। বুধবার বিদ্যুত জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ বিষয়ে সাংবাদিকদের বলেন, এই সমস্যা সাময়িক। সিএনজি স্টেশনে এ জন্য সরবরাহ বিঘিœত হচ্ছে। তবে বিদ্যুত উৎপাদনে কোন সমস্যা হচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, আমরা আগে থেকেই জানিয়ে এসেছি যে বিবিয়ানা গ্যাস ফিল্ডে সার্ভিসিং হবে। ঈদের আগে থেকে আমরা সবাইকে জানিয়ে আসছি, পেপারেও দিয়েছি। সে কারণেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস দিতে সাময়িক অসুবিধা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটা বেশিক্ষণ নয়, ২৪ ঘণ্টার জন্য। বুধবার রাত ১২টা থেকে আবারও সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলছেন, যেসব গাড়ি সিএনজিতে চলে, সেগুলো তেলেও চালানো যায়। ফলে বড় কোন সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল বিদ্যুত কেন্দ্র নিয়ে। তবে আমি দেখেছি, গ্যাসের কারণে বিদ্যুতের কোন সমস্যা হচ্ছে না। এখন যে অবস্থা আছে, ৫০০ থেকে ৬০০ এমসিএফ কমে গেছে বোধ হয়। কিন্তু এতে তেমন সমস্যা হচ্ছে না। সব জায়গায় আমরা বিদ্যুত ঠিক মতো দিতে পারছি। কারণ আমাদের হাতে কিছু রিজার্ভ ছিল। সেটা দিয়ে আমরা মোটামুটি সঙ্কট সামাল দিতে পেরেছি।
×