ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্টে থাকা রোগীদের সিসিইউতে স্থানান্তর ;###;পুড়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি

ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন

প্রকাশিত: ০৫:১০, ২৯ জুন ২০১৭

ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে আগুন লেগে পুড়ে গেছে লাইফ সাপোর্ট মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম। এ সময় লাইফ সাপোর্টে থাকা চিকিৎসাধীন ৬ রোগীকে উদ্ধার করে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিইউ-এর স্টোর রুমের এসিতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউ ইউনিটে আগুন লেগে ধোঁয়ার কু-লি বাইরে বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছোটাছুটি করতে থাকতে। প্রচ- ধোঁয়ার কারণে এ সময় আইসিইউ-এর ভেতরের আটকা পরে চিকিৎসকসহ হাসপাতাল কর্মচারী ও রোগীরা। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ওয়ার্ডের বাইরে থেকে জানালার গ্লাস ভেঙ্গে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬ রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সরিয়ে নেয়া হয়। সহকারী পরিচালক আরও জানান, আগুনে পুড়ে গেছে আইসিইউ ইউনিটের লাইফ সাপোর্টের মেশিনসহ দামী যন্ত্রপাতি। ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আনম ফজলুল হক পাঠান জানান, আগুনের কারণে রোগীদের লাইফ সাপোর্ট খুলে ইউনিট থেকে বের করে নেয়ার কারণে হেলাল উদ্দিন নামে একজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। বিভাগীয় প্রধান আরও জানান, আগুনে স্টোর রুমে থাকা লাইফ সাপোর্ট মেশিন, ভেন্টিলেটর, ব্রঙ্কোলাইজার, এক্সরে, ইসিজি ও আলট্রাসনোগ্রাম মেশিন ও এসিসহ মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। এদিকে রোগীর স্বজনরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসা সেবা নিয়ে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের উপ-পরিচালক ডাঃ গনি জানান, ঘটনা তদন্তে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত আইসিইউ মেরামত করে রোগী থাকার উপযোগী করা হবে বলেও জানান এই উপ-পরিচালক। এদিকে খবর পেয়ে ঈদের ছুটিতে ময়মনসিংহের গ্রামের বাড়িতে অবস্থানরত স্বাচীপের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ ময়মনসিংহ মেডিক্যালে ছুটে আসেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্ত আইসিইউ ওয়ার্ড ঘুরে দেখেন ও সরিয়ে নেয়া রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি জনকণ্ঠকে জানান, ঢাকায় ফিরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব শীঘ্রই আইসিইউ ওয়ার্ড সচল করার পদক্ষেপ নেবেন।
×