ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের তোফায়েল

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারই সহায়ক সরকার

প্রকাশিত: ০৫:০৮, ২৯ জুন ২০১৭

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারই সহায়ক সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারই নির্বাচনকালীন সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আপনারা ডায়েরিতে লিখে রাখুন, আমি নিশ্চিত করে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। চাল সঙ্কট ও মূল্যবৃদ্ধি সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভিয়েতনাম থেকে সরকারের আমদানি করা চাল আগামী ১৫ দিনের মধ্যে দেশে পৌঁছাবে। ওই চাল আসলে দেশে চালের বাজার স্বাভাবিক হয়ে যাবে। বুধবার ঈদ-উল-ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তোফায়েল আহমেদ বলেন, গত ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্বে জাতীয় সংসদ নির্বাচন হবে। এখানে অন্য কোন কিছু হওয়ার সুযোগ নেই। কেউ যদি নির্বাচনে না আসে, তাহলে তো জোর করে আনা যাবে না। তিনি আরও বলেন, দুই একটি পণ্য ছাড়া এবারের রোজায় বাজার নিয়ন্ত্রণে ছিল। জিনিসপত্র সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। চালের দামও শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি গ্রামেও বিএনপি মানুষের পাশে দাঁড়ায়নি। রমজান মাসে ইফতার পার্টি হয়। আমরাও দিয়েছি। কিন্তু খালেদা জিয়া প্রতিটি ইফতার পার্টিতে যেভাবে কটাক্ষ করে শেখ হাসিনার নাম নিয়েছে তা অশোভনীয় ও মার্জিত নয়। তোফায়েল আহমেদ আরও বলেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়। ব্রিটেনে থেরেসা মে, আমেরিকায় বারাক ওবামার নেতৃত্বে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সহায়তা করবে সরকার। সেই সরকারের নেতৃত্বে থাকবেন শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়ার ক্ষমতা নেই নির্বাচন বন্ধ করার। ২০১৪ সালে সহিংসতা করেছে, মানুষ পুড়িয়েছে কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি। উনি এ ধরনের নৈরাজ্য করে সামরিক সরকার আনতে চেয়েছিলেন কিন্তু পারেননি। নির্বাচন হবে তবে তিনি নির্বাচনে আসবেন কিনা সেটা তার বিষয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। চালের দাম স্বাভাবিক হবে বাণিজ্যমন্ত্রী বলেন, চালের ওপর আমদানি শুল্ক কমানোয় প্রতি কেজিতে দাম কমবে ৬ টাকা এবং পুরোটা প্রত্যাহার করলে কমত ৯ টাকা। যারা মিল মালিক তারা চাল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেছিল। তিনি বলেন, ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে চাল আসবে। ওই চাল বাজারে আসলে চালের দাম কমে যাবে। তিনি বলেন, হাওরে বন্যার কারণে এ বছর কয়েক লাখ মেট্রিক টন চাল উৎপাদন কম হয়েছে।
×