ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় ঈদের নামাজ শেষে সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ০৫:০৪, ২৯ জুন ২০১৭

উল্লাপাড়ায় ঈদের নামাজ শেষে সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়া উপজেলার নলসোন্ধা গ্রামে ঈদের নামাজের পর দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে নলসোন্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সঙ্গে রাজাপুর গ্রামের ঠান্ডু মিয়া, স্বপন মিয়া, বকুল মেম্বর গংয়ের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। এর জেরে ঈদের দিন নলসোন্ধা ঈদগাহ্ মাঠে নামাজ শেষে উভয় পক্ষই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় লাল মিয়া (২৫) এবং ঠান্ডু মিয়ার ছেলে শিপন মিয়া (২২) মঙ্গলবার ভোর রাতে মারা যায়।
×