ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় চোরাই লাইন ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩১, ২৯ জুন ২০১৭

পটিয়ায় চোরাই লাইন ॥  বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৮ জুন ॥ দুগ্ধ খামারির চোরাই বিদ্যুত লাইনে পটিয়া উপজেলার শিকলবাহা চৌমহনী এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই সহোদরসহ তিনজনের প্রাণহানি হয়েছে। তারা হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানার বকসীঘোনা এলাকার মৃত ইজ্জত আলীর দুই ছেলে হোসেন হান্নান (২০) আবদুল মান্নান (২৪) ও একই এলাকার মৃত শেয়ার আলীর পুত্র নূর (২৮)। মঙ্গলবার রাত আড়াইটার দিকে পিএবি-পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের সুলতান ভা-ার মাজার গেট সংলগ্ন খাল থেকে একটি অটোরিক্সা তুলতে গিয়ে এই ঘটনা ঘটে। পটিয়া থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করেছেন। জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত গ্যাস পাম্প বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়। এই ঘোষণার পর পরই দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কক্সবাজার জেলা এলাকা থেকেও কয়েক হাজার অটোরিক্সা মহাসড়ক হয়ে গ্যাস নিতে পটিয়া ও কর্ণফুলী এলাকায় ভিড় করে। কর্ণফুলী এলাকার ‘ফসিল’ গ্যাস পাম্প এলাকায় কক্সবাজারের পেকুয়ার দুই সহোদরসহ তিনজন অটোরিক্সা নিয়ে দাঁড়ান। এ সময় পিছন থেকে অপর একটি অটোরিক্সা তাদের গাড়িটিকে ধাক্কা দিলে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। অটোরিক্সাটি রশি দিয়ে বেঁধে তুলতে গিয়ে চোরাই বিদ্যুত লাইনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনজনই মারা যান। সিরাজগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, কাজিপুর পৌরসভার বেড়িপোটল গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাসুদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাজমিস্ত্রি মাসুদ (৩৫) ঘরের টিনের চালা পরিষ্কার করতে গেলে ঘরের উপরে বিদ্যুতের তারের সঙ্গে লেগে ঘটনাস্থলেই মারা যায়। সাতক্ষীরায় শিশু স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ঈদের মেহেদী আর নতুন জামা পরেই চির বিদায় নিলো চার বছর বয়সী সুরাইয়া খাতুন। ঘটনাটি ঘটে তালা উপজেলার নারায়ণপুর গ্রামে। ঈদের আগের দিন রবিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় সুরাইয়া। শনিবার বাজার থেকে মেহেদী ও নুতন জামা পেয়ে খুশি হয়েছিল মেয়েটা। রাতেই হাতে মেহেদী লাগিয়েছে। সকালে নতুন জামা পরেছে। এরপরই বাড়ির একটি বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। উলিপুরে শ্রমিক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলা তবকপুর ইউনিয়নের সাদুল্যা হাজিপাড়া গ্রামে। ওই ইউপির সাদুল্যা সরকার পাড়া গ্রামের ফুল মিয়া (৩৫) সাদুল্যা হাজিপাড়া গ্রামে চিনি মিয়ার বাড়িতে গাছ কাটতে যায়। গাছের ডাল কাটার সময় একটি ডাল বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গাছের ২০ ফুট উপর থেকে ফুল মিয়া মাটিতে পড়ে যায়। জামালপুরের ব্যবসায়ী হত্যাকারীদের ফাঁসির দাবিতে ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ জুন ॥ ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারের ব্যবসায়ী মুক্তি সরকারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার গুঠাইল বাজারের ব্যবসায়ীরা দিনব্যাপী ধর্মঘট পালন করে। ধর্মঘটের কারণে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গুঠাইল বাজারের সকল দোকানপাট বন্ধ থাকে। একই দাবিতে মঙ্গলবার বিকেলে গুঠাইল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফরিদুল হক খান দুলাল, আব্দুল মালেক, নবী নেওয়াজ খান লোহানী বিপুল, আব্দুল কাদের শেখসহ স্থানীয় লোকজন অংশ নেন।
×