ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০৪:৩০, ২৯ জুন ২০১৭

গোপালগঞ্জে সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৮ জুন ॥ গোপালগঞ্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আরিফ কাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই রাতেই ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিজামকান্দি ইউপি-চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল জানান, রাত ১০টার দিকে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে মোখলেচুর রহমান ওরফে মুকু মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যান। পথে ফলসি ব্রীজের কাছে পৌঁছিলে সাবেক চেয়ারম্যান নওশের গ্রুপের লাল্টুু সরদার ও তার ভাইয়েরাসহ বেশ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের সঙ্গে তার সঙ্গীদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার চাচা-শ্বশুর আরিফ কাজি ও কামাল শেখসহ তিন-চারজন আহত হন। রাতেই গুরুতর আহত ওই দু’জনকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় আরিফ সেখানে মারা যান। সরাইলে আহত ৩০ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় দাঙ্গাবাজরা কমপক্ষে ১০টি বাড়ি ভাংচুর চালায়। মঙ্গলবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণিদিয়া গ্রামের নুরুজ্জামান ও সফর উদ্দিনের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ঈদের দিন দুপুরে সফর উদ্দিনের পক্ষের তিন-চারজন কিশোর-যুবক নুজ্জামানের পক্ষের আবদুল মালেকের বাড়ির এক কিশোরীকে উত্ত্যক্ত করে। এ নিয়ে উভয় বাড়ির মহিলাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় সোমবার বিকেল থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জিয়াউর রহমান, সবুজ মিয়া ও সারোয়ার হোসেনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুবেল মিয়া, আবদুল হালিম, এমদাদ মিয়া, আবদুর রশিদ ও মোরশেদ মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১০-১৫ জনকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফটিকছড়িতে আহত ১২ নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি চট্টগ্রাম থেকে জানান, উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ ও সাবেক চেয়ারম্যান জাফর সিকদারের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে অনন্ত ১২ জন আহত হয়েছেন। পরে স্থানীয় জনগণ এ ঘটনায় জড়িয়ে পড়লে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন জাফর, সেলিম, রতন, ইউনুস, বশর, জাফর, সামশুল আলম, বাহার মিয়া, আবু নাসের, এবাদুল হক, ইদ্রিস মিয়া, আলমগীর। সাবেক চেয়ারম্যান জাফর সিকদার অভিযোগ করেছেন, তিনি ওইদিন নারায়ণহাট জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হওয়ার সময় বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদের উপস্থিতি তার কর্মীরা জাফরের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। দৌলতপুরে আহত ১০ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গৃহবধূসহ ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মাদাপুর গড়পাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের হেলাল ও বাহাজ আলীর মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে খোয়াজ মেম্বর ও জামাল উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হামলা, ধাওয়া পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে গৃহবধূসহ উভয় পক্ষের ১০ জন আহত হলে ওয়াজেদ বিশ্বাস, জমেলা খাতুন, ভ্যাগল, ফরিদ, লালনী খাতুন জুয়েল, সাগরী খাতুনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×